চুক্তির ভিত্তিতে গবেষক নিয়োগ করা হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি), কল্যাণীতে। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, অনলাইনেই আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানে ‘এনআইবিএমজি ফেলো’ পদে একজনকে নিয়োগ করা হবে। তাঁকে গুরুত্বপূর্ণ গবেষণার কাজের পাশাপাশি পিএইচডি গবেষকদের কাজে সাহায্য করতে হবে। সামলাতে হবে প্রশাসনিক দায়িত্বও।
প্রথমে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে তিন বছর। এর পর শর্তসাপেক্ষে আরও দু’বছর বাড়ানো হতে পারে মেয়াদ। তাঁর সাম্মানিকের পরিমাণ হবে মাসে ১ লক্ষ ৩৫ হাজার টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের লাইফ সায়েন্সেস, স্ট্যাটিস্টিক্যাল সায়েন্সেস, কম্পিউটেশনাল সায়েন্স, জেনেটিক এপিডেমোলজিক্যাল সায়েন্স বা সম্পর্কিত বিষয়ে পিএইচডি থাকতে হবে। পিএইচডি-র পর প্রয়োজন আরও তিন বছর গবেষণাধর্মী কাজ করার অভিজ্ঞতাও। পাশাপাশি প্রকাশিত হতে হবে উন্নতমানের গবেষণাপত্রও। বাকি যোগ্যতার মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগ্রহীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ১৫ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে উভয় পদে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।