Advertisement
E-Paper

অবসর ভেঙে ফিরছেন গ্যারি কাসপারভ

দাবার দুনিয়ায় গ্র্যান্ড স্ল্যাম হিসেবে পরিচিত ওই টুর্নামেন্টে ওয়াইন্ড কার্ড পেয়েই নামছেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। তবে দীর্ঘ অবসর জীবন থেকে ফেরার পর, কঠিনতম প্রতিপক্ষদেরই মুখোমুখি হতে হবে ৫৪ বছরের কাসপারভকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৭ ১৬:২৩
দাবার দুনিয়ায় গ্র্যান্ড স্ল্যাম হিসেবে পরিচিত টুর্নামেন্টে নামছেন কাসপারভ। ছবি: সংগৃহীত।

দাবার দুনিয়ায় গ্র্যান্ড স্ল্যাম হিসেবে পরিচিত টুর্নামেন্টে নামছেন কাসপারভ। ছবি: সংগৃহীত।

দুনিয়াকে চমকে দিয়ে আচমকাই অবসর নিয়েছিলেন ২০০৫ সালে। ১২ বছর পর, ফের এক বার চমক দিয়ে আন্তর্জাতিক দাবায় ফিরতে চলেছেন কিংবদন্তি গ্যারি কাসপারভ। আমেরিকার মিসৌরিতে সেন্ট লুই র‌্যাপিড অ্যান্ড ব্লিৎজ টুর্নামেন্টে আগামী মাসেই খেলতে দেখা যাবে তাঁকে। বুধবার নিজেই সংবাদমাধ্যমকে বলেন, “সরকারি ভাবে ফিরে আসায় বেশ রোমাঞ্চিত। ভাবতেই পারিনি অবসরের এক দশক পর এ ভাবে ফিরে আসব।”

দাবার দুনিয়ায় গ্র্যান্ড স্ল্যাম হিসেবে পরিচিত ওই টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড পেয়েই নামছেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। তবে দীর্ঘ অবসর জীবন থেকে ফেরার পর, কঠিনতম প্রতিপক্ষদেরই মুখোমুখি হতে হবে ৫৪ বছরের কাসপারভকে। গ্র্যান্ড চেস ট্যুরের অঙ্গ সেন্ট লুইয়ের ওই টুর্নামেন্টে‌ খেলবেন দুনিয়ার সেরা ন’জন দাবারু। টুর্নামেন্টে রয়েছেন বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেন, দু’নম্বর হিকারু নাকামুরা, সার্জেই কারিয়াকিন, ফাবিয়ানো কারুয়ানার মতো এই মুহূর্তের সেরারা। ১ লক্ষ ৫০ হাজার ডলার পুরস্কারমূল্যের ওই টুর্নামেন্টে নামার কথা ঘোষণা করে কাসপারভের টুইট, “দাবার ঘুঁটিগুলো ঠিকঠাক সরানোটা মনে রয়েছে কি না দেখতে চাই। যদি না থাকে, তবে তার পরেই কি পুনর্অবসরের সিদ্ধান্ত নিয়ে নেওয়া উচিত?!”

১৯৮৫-এ আনাতোলি কারপভকে হারিয়ে, মাত্র ২২ বছর বয়সে, বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন পূর্বতন সোভিয়েত ইউনিয়নের নাগরিক কাসপারভ। এর পর প্রায় দেড় দশক ধরে দাবার দুনিয়া শাসন করেছেন তিনি। ১৯৯৭-এ আইবিএম কম্পিউটার ডিপ ব্লু-র সঙ্গে কাসপারভের ম্যাচ নিয়ে বিশ্ব জুড়ে হইচই হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই ম্যাচে হেরে যান তিনি।। এর তিন বছর পর ভ্রাদিমির ক্র্যামনিকের কাছে বিশ্বসেরার মুকুটও হারান কাসপারভ। ২০০৫-এ পেশাদার দাবা থেকে সরে যান। রেখে যান একটি অভিনব রেকর্ড।

আরও পড়ুন

ফিফা র‌্যাঙ্কিয়ে ৯৬এ উঠে এল ভারত

গ্যারি কাসপারভের সঙ্গে আনাতোলি কারপভের ডুয়েল। ছবি: সংগৃহীত।

অবসরের নিলেও দাবার পিছুটান কখনও ছাড়েনি কাসপারভকে। ছোটখাটো টুর্নামেন্টে বার বারই খেলতে দেখা গিয়েছে তাঁকে। লিখেছেন একাধিক বই। মানবাধিকার কর্মীর ভূমিকা নেমেছেন। আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবেও বারবার সরব হয়েছেন কাসপারভ। রাশিয়ায় সক্রিয় রাজনীতিতেও অংশ নেন কিছু দিন। শেষ পর্যন্ত ২০১৪ সালে রাশিয়া ছেড়ে ক্রোয়েশিয়ার নাগরিকত্ব নেন তিনি।

Garry Kasparov Chess Retirement Saint Louis Rapid and Blitz Tournament গ্যারি কাসপারভ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy