Advertisement
২৪ সেপ্টেম্বর ২০২৩

ধোনির বায়োপিক নিয়ে বিতর্কে গম্ভীর

মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক মুক্তি পাওয়ার সপ্তাহ দু’য়েক আগেই শুরু হয়ে গেল বিতর্ক। গম্ভীর বিতর্ক। ক্রিকেটারদের নিয়ে আদৌ বায়োপিক হওয়া উচিত কি না, সোশ্যাল মিডিয়ায় হঠাৎ সেই প্রশ্ন তুলে দিলেন গৌতম গম্ভীর।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫২
Share: Save:

মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক মুক্তি পাওয়ার সপ্তাহ দু’য়েক আগেই শুরু হয়ে গেল বিতর্ক। গম্ভীর বিতর্ক।

ক্রিকেটারদের নিয়ে আদৌ বায়োপিক হওয়া উচিত কি না, সোশ্যাল মিডিয়ায় হঠাৎ সেই প্রশ্ন তুলে দিলেন গৌতম গম্ভীর। ‘‘ক্রিকেটারদের বায়োপিকে আমার বিশ্বাস নেই। আমার মনে হয় দেশের জন্য ক্রিকেটারদের থেকেও যাঁরা বেশি অবদান রেখেছেন তাঁদের নিয়ে বায়োপিক হওয়া উচিত। দেশে এমন অনেক মানুষই আছেন যাঁরা প্রচুর ভাল কাজ করেছেন। তাঁদের নিয়েই তো বায়োপিক হওয়া উচিত।’’

এক সময়ের জাতীয় দলের সতীর্থের বায়োপিক নিয়ে প্রকাশ্যে গম্ভীরের সমালোচনায় বেজায় চটেছেন ধোনিভক্তরা। প্রশ্ন উঠছে, সদ্যসমাপ্ত দলীপ ট্রফিতে রান পেলেও নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দলে জায়গা না পাওয়া দিল্লির ব্যাটসম্যান কি পুরনো আক্রোশ থেকে বিতর্কের ধোয়া তুললেন?

বলা হয়, গম্ভীরের প্রায় বছর দু’য়েক জাতীয় দলের বাইরে থাকার পিছনে দায়ী নাকি ধোনি। ভারতের ওয়ান ডে ক্যাপ্টেনের বিরুদ্ধে সেই রাগ থেকেই এমন বিতর্কিত টুইট গম্ভীরের, এমনও বলতে ছাড়ছেন না কেউ কেউ। তবে এক পক্ষ গোলাগুলি শুরু করে দিলেও অন্য পক্ষে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া নেই। গম্ভীরের মন্তব্যের কোনও জবাব পাওয়া যায়নি ধোনির তরফে। যাঁর বায়োপিক মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE