বরাবরই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন গৌতম গম্ভীর। বিভিন্ন আপদে-বিপদে তাঁকে পাশে পেয়েছে সাধারন মানুষ।এ বার অভুক্ত মানুষদের মুখে খাবার তুলে দিতে নয়া উদ্যোগ নিলেন তিনি। তা নিয়ে ইতিমধ্যেই কাজও শুরু করে দিয়েছে গৌতম গম্ভীর ফাউন্ডেশন।
আরও পড়ুন: বিএমডব্লিউ দিয়ে সংবর্ধিত করা হল মিতালিকে
মঙ্গলবার পশ্চিম দিল্লির পশ্চিম পটেল নগরে আনুষ্ঠানিক ভাবে এর সূচনা করেন তাঁর ফাউন্ডেশন। এ দিন নিজে দাঁড়িয়ে থেকে এর তত্ত্বাবধান করেন গম্ভীর। পটেল নগরে গড়ে তোলা হয়েছে একটি কমিউনিটি কিচেন। বছরের প্রত্যেকটি দিনই এখানে বিনামূল্যে খাবার পাবেন দুঃস্থ-অসহায় মানুষেরা। এই উদ্যোগের স্লোগানটিও মন ছুঁয়ে যাওয়ার মতো। টুইট করে গম্ভীর বলেন, “বিশ্বকাপ জিতেছি, আইপিএল জিতেছি, এখন মানুষের হৃদয় জয় করতে চাই।”
Won World Cups, Won IPLs,beaten https://t.co/0aQ463XMdf time 2 win hearts & beat hunger. Community Kitchen #1 by Gautam Gambhir Foundation. pic.twitter.com/gVDP4Sc1b4
— Gautam Gambhir (@GautamGambhir) July 31, 2017
আরও পড়ুন: আইসিসি তালিকায় শীর্ষে জাডেজা, পাঁচে বিরাট
দুঃস্থদের খাবার তুলে দেওয়ার একটি ভিডিও নিজের টুইটারে পোস্ট করেছেন গম্ভীর।গম্ভীরের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে দেশের সাধারণ মানুষ। &
365 days, 52 weeks, 12 months, numerous hungers & Ek Asha #communitykitchen1 #ggf pic.twitter.com/12MDFEKtF5
— Gautam Gambhir (@GautamGambhir) July 31, 2017
দুঃস্থদের খাবার তুলে দেওয়ার একটি ভিডিও নিজের টুইটারে পোস্ট করেছেন গম্ভীর।গম্ভীরের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে দেশের সাধারণ মানুষ।