Advertisement
E-Paper

‘ধোনি হোক বা অন্য কেউ, নিয়ম সকলের ক্ষেত্রেই এক হওয়া উচিত’

নির্বাচকরা জানিয়েছিলেন পারফরম্যান্সের উপর ভর করেই জাতীয় দলে জায়গা হবে, পারফর্ম না করতে পারলে বসতে হবে মাঠের বাইরে। এ বার সেই সূত্র ধরেই ধোনির দলের থাকার উপর প্রশ্ন চিহ্ন তুলে দিলেন গৌতম।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৭ ২৩:১৯
গৌতম গম্ভীর। ছবি: সংগৃহীত।

গৌতম গম্ভীর। ছবি: সংগৃহীত।

আসন্ন বিশ্বকাপে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর গৌতম গম্ভীর। ২০১১ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ধোনির ট্রেডমার্ক ছক্কায় বিশ্বকাপ ঘরে তোলে ভারত। দীর্ঘ ২৮ বছর পর পাওয়া বিশ্বকাপের স্বাদ এখন তরতাজা ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে।

কিন্তু ২০১১ থেকে ২০১৭, বহু জল বয়ে গেছে গঙ্গা দিয়ে। ধোনির সেই ফর্ম আর সচরাচর দেখা যায় না। এখনও পরে আছে একটি বছর। কিন্তু তাতে কি পুরন ধোনিকে ফিরে পাওয়া সম্ভব। অনেক ধোনি ভক্তই এই বিষয়ে সন্দিহান। ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহালি এবং কোচ রবি শাস্ত্রী আগেই জানিয়েছিলেন বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকে দল তৈরি করা হবে। নির্বাচকরাও জানিয়েছিলেন পারফরম্যান্সের উপর ভর করেই জাতীয় দলে জায়গা হবে, পারফর্ম না করতে পারলে বসতে হবে মাঠের বাইরে। এ বার সেই সূত্র ধরেই ধোনির দলের থাকার উপর প্রশ্ন চিহ্ন তুলে দিলেন গৌতম। তিনি বলেন, “পারফরম্যান্সের উপর ভিত্তি করেই যদি দল নির্বাচন করা হয় তাহলে সেটা সকলের ক্ষেত্রে হওয়া উচিৎ। সেটা ধোনি হোক বা অন্য কেউ।”

আরও পড়ুন: চার্লস ডি’সুজেকে সই করাল ইস্টবেঙ্গল

আরও পড়ুন: গোলের ডাবল সেঞ্চুরি রুনির

এ দিন ধোনির পরিবর্ত হিসেবে দীনেশ কার্তিকের কথাও উঠে আসে গম্ভীরের গলায়। তিনি বলেন, “যদি কেউ অতীতে ভাল করে থাকে সেটা অবশ্যই প্রশংসাযোগ্য। তবে মনে রাখতে হবে সেটা অতীত। আমি মনে করি দীনেশ কার্তিককে ঠিক মত পায়নি ভারতীয় দল। যখনই কার্তিক সুযোগ পেয়েছে তখনই দলের হয়ে ভাল পারফরম্যান্স করেছে। উইকেটরক্ষক হিসেবে এখনও ওকে ভাবা যেতে পারে।”

2019 Cricket World Cup Gautam Gambhir MS Dhoni India গৌতম গম্ভীর মহেন্দ্র সিংহ ধোনি ভারত
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy