পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই-কে নিষিদ্ধ ঘোষণা করা হল পঞ্জাব প্রদেশে। এ ব্যাপারে সম্প্রতি পঞ্জাব প্রদেশের আইনসভায় বিশেষ প্রস্তাব আনা হয়েছিল। সভার সংখ্যা গরিষ্ঠের সম্মতিতে পাশ হওয়ার পরই জারি হয়েছে এই নিষেধাজ্ঞা। অভিযোগ, প্রধানমন্ত্রী থাকার সময়ে একাধিক বার প্রকাশ্যে ‘রাষ্ট্রবিরোধী’ কথা বলেন ইমরানের বিরুদ্ধে। তিনি নাকি পাক সেনার সঙ্গে সম্মুখ সমরেও নেমেছিলেন। এমন পরিস্থিতি ইমরান এবং তাঁর দলকে পাকিস্তানের জাতীয় সুরক্ষা তথা স্বার্থের পক্ষে বিপজ্জনক বলে মনে করছে পঞ্জাব প্রদেশের প্রশাসন। তাই এমন সিদ্ধান্ত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)