বোন আর নেই। এ যেন ভাবতেই পারছেন না গীতা, ববিতা ফোগটরা। বৃহস্পতিবার সকালে কুস্তিগির রীতিকা ফোগটের মৃত্যুর খবর জানা গিয়েছে। রীতিকা সম্পর্কে গীতা, ববিতা ফোগটের তুতো বোন। বোনের উদ্দেশে টুইটে শোকবার্তা জানান তাঁরা। রীতিকার আরও এক দিদি, রীতুও টুইট করেন তাঁর বোনের উদ্দেশে।
বৃহস্পতিবার সকালে ক্রীড়া দুনিয়ায় নেমে আসে শোকের ছায়া। মাত্র ১৭ বছর বয়সে চলে গেলেন রীতিকা। পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে রীতিকাকে। ভরতপুরে একটি কুস্তি প্রতিযোগিতার ফাইনালে পরাস্ত হওয়ার পরেই সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে অনুমান নিকট আত্মীয়দের।
আমির খানের ছবি ‘দঙ্গল’ যেন সারা ভারতের কাছে ফোগট পরিবারের পরিচিতি আরও বেশি বাড়িয়ে দিয়েছিল। সেই কাহিনীর ২ মূল চরিত্র ছিলেন গীতা এবং ববিতা। টুইট করে গীতা লেখেন, ‘আমার মামাতো বোন রীতিকার আত্মার শান্তি কামনা করি। পরিবারের জন্য খুব খারাপ একটা সময়। রীতিকার এমন পদক্ষেপের কারণ জানি না হারা জেতা একজন খেলোয়াড়ের জীবনের অঙ্গ। এমন কাজ করা উচিত নয়’।