Advertisement
E-Paper

স্বদেশি বোমার মুখে জার্মান দুর্গ

তারা যে বিশ্বচ্যাম্পিয়ন, ইউরোয় আপাতত তা বোঝাতে পারেনি জোয়াকিম লো-র জার্মানি। বিশেষ করে পোল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পরে নানা দিক থেকে সমালোচনা আছড়ে পড়েছে। যার তোড়ে সবচেয়ে বেশি বিধ্বস্ত দেখাচ্ছে জার্মান আক্রমণকে। ইউরো টিমের সদস্য থেকে প্রাক্তন তারকা— জার্মান স্ট্রাইকারদের নিয়ে ভাল কিছু বলেননি কেউ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ০৯:৫২
ওজিল-বোয়াতেং। হঠাৎ বিতর্কে।

ওজিল-বোয়াতেং। হঠাৎ বিতর্কে।

তারা যে বিশ্বচ্যাম্পিয়ন, ইউরোয় আপাতত তা বোঝাতে পারেনি জোয়াকিম লো-র জার্মানি। বিশেষ করে পোল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পরে নানা দিক থেকে সমালোচনা আছড়ে পড়েছে। যার তোড়ে সবচেয়ে বেশি বিধ্বস্ত দেখাচ্ছে জার্মান আক্রমণকে। ইউরো টিমের সদস্য থেকে প্রাক্তন তারকা— জার্মান স্ট্রাইকারদের নিয়ে ভাল কিছু বলেননি কেউ।

কোথাও মেসুট ওজিলের শরীরী ভাষার তীব্র সমালোচনা করছেন মেহমুত স্কোল। কোথাও মাইকেল বালাক বলে দিচ্ছেন, এই জার্মান দলে ব্যক্তিত্ব বা চরিত্র বলে কিছু নেই। যার গরমাগরম পাল্টা দিয়ে সামি খেদিরা বলে দিচ্ছেন, এ সব সমালোচনা স্রেফ কমেডি! কোথাও আবার ইউরো টিমেরই সদস্য জেরোম বোয়াতেং নিজের সতীর্থদের পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যে অসূয়া দেখাচ্ছেন।

সব দেখে কে বলবে, মঙ্গলবার বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামছে শুধু একটা টিম? জার্মানিকে তো একসঙ্গে অনেকগুলো ম্যাচ খেলতে হচ্ছে!

সবচেয়ে খারাপ অবস্থা বোধহয় মেসুট ওজিলের। যাঁকে নিয়ে আলাদা করে পড়েছেন মেহমুত স্কোল। প্রাক্তন জার্মান মিডফিল্ডার এখন ফুটবল পণ্ডিত। যিনি ওজিলের হাবভাবে মোটেই খুশি নন। আর্সেনালের প্লে-মেকারের শরীরী ভাষা টিমের পক্ষে ক্ষতিকারক, মনে করেন মেহমুত।

সব শুনে পাল্টা দিয়ে রেখেছেন ওজিলও। স্পষ্ট বলে দিয়েছেন, এ সব কথা তাঁকে একটুও প্রভাবিত করে না। বরং তিনি সেগুলো ছুড়ে ফেলে দিতে অভ্যস্ত। ‘বিল্ড’ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে ওজিল বলেছেন, ‘‘কে কী বলছে সেটা আমার কাছে কোনও গুরুত্ব পায় না। সব সময়ই কেউ না কেউ তাঁদের মতামত রাখেন। বেশির ভাগ সময় যা নেতিবাচক হয়। জানি না তাঁদের সে সব বলার আদৌ কোনও দরকার থাকে কি না। কোনও প্রাক্তন প্লেয়ার বা অন্য কেউ যদি এ সব বলে শিরোনামে আসতে চান, তা হলে সেটা আমাকে ছোঁয় না। কোচ কী বললেন, সেটাই আসল। মিস্টার লো আমাকে সত্যি কথাটাই বলেন।’’

কিছুটা গা-ছাড়া শরীরী ভাষার জন্য শুধু স্কোল নন, অনেকেই মেসুট ওজিলের সমালোচনা করেছেন। কিন্তু জার্মান মিডফিল্ডার দেখিয়ে দিচ্ছেন, পরিসংখ্যান তাঁর পক্ষে। ‘‘আমরা কে কতটা দৌড়ই, কে কত বার লাফাই, সেগুলো কোচকে জিজ্ঞেস করে নিতে পারেন। আমি সব সময় প্রথম পাঁচের মধ্যে থাকি। আর শরীরী ভাষার কথা যদি বলেন, তো সেটা খুবই ব্যক্তিগত ব্যাপার। সবার নিজস্ব একটা ভাবভঙ্গি আছে,’’ বলেছেন ওজিল।

ইউরোর আগে ওজিলকে নিয়ে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। জার্মান কোচ জোয়াকিম লো-ও বারবার তাঁর ফর্মের প্রশংসা করেছিলেন। ইউরোর প্রথম দুই ম্যাচে অবশ্য বাকি জার্মান আক্রমণের পাশে ওজিলকেও ম্লান দেখিয়েছে। যা নিয়ে তাঁর মন্তব্য, ‘‘নিজের কাছে বা দেশের কাছে কিছু প্রমাণ করার কোনও ইচ্ছেই আমার ছিল না। আমার লক্ষ্য টিমকে সাহায্য করা। কয়েকজন ফ্যান আর সাংবাদিক আমাকে বিচার করেন গোলের সংখ্যা দিয়ে। নব্বই মিনিটে আর যা যা করি, কতটা দৌড়ই, কতগুলো পাস দিই, কতগুলো সুযোগ তৈরি— সেগুলোয় কারও আগ্রহ নেই। আমার কাছে শুধু একটা জিনিস জরুরি। কোচ আমাকে নিয়ে কী ভাবছেন।’’

সাতাশ বছরের জার্মান তাঁর ক্লাব আর্সেনালে গোল তৈরি করলেও নিজে খুব বেশি গোল করেননি। তবু ওজিলের হুঙ্কার, তিনি তাঁর খেলার ধরন পাল্টাবেন না। ‘‘জীবনেও সেটা করব না। আর সেটা করার দরকারও নেই। এই স্টাইলে বিশ্বের অনেক ক্লাবে খেলে সাফল্যও পেয়েছি।’’

জার্মানির বিশ্বকাপার অধিনায়ক মাইকেল বালাক আবার এই টিমে অধিনায়কের প্রচণ্ড অভাব দেখছেন। যা শুনে সামি খেদিরার স্পষ্ট জবাব, ‘‘এখন টিমে যে ক’জন লিডার আছে, জার্মানির কোনও টিমে তত জন ছিল না। ন্যয়ার, বোয়াতেং, টমাস মুলার, ম্যাটস হুমেলস, সোয়াইনস্টাইগার— এরা তা হলে কী? তা ছাড়া আমিও তো আছি। টিমে এত জন আছে যারা নেতৃত্ব দিতে পারে এবং চায়। তার পরেও অধিনায়কের অভাব নিয়ে তর্ক করাটা কমেডি ছাড়া কিছু নয়।’’

এ সবের মধ্যে টমাস মুলার অবশ্য মাথা ঠান্ডা রাখছেন। দেশ বা ক্লাবের হয়ে প্রচুর গোল করা মুলার ইউরোয় এখনও খাতা খোলেননি। তবে সেটা নিয়ে চিন্তিতও নন। ‘‘গোল করলে ভাল লাগবে। কিন্তু আগেও বলেছি, ওটা আমার প্রধান লক্ষ্য নয়। একটা ভাল ম্যাচ খেলে জিততে পারব, শুধু এটাই ভাবছি,’’ নর্দার্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে বলছেন মুলার।

Jerome Boateng Ozil Germany Euro 2016 Criticized
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy