ইউরোপীয় ক্লাব ফুটবলের সেরা ক্লাবগুলোর যুদ্ধ দেখতে এত দিন চ্যাম্পিয়ন্স লিগের দিকে মুখিয়ে থাকতেন ফুটবলপ্রেমীরা। অথচ আন্তর্জাতিক ফুটবলের জনপ্রিয়তা কিন্তু বিশ্বকাপ অথবা ইউরো কাপেই নির্ধারিত থাকত। যার আঁচ ধরে রাখতে ব্যর্থ আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচগুলো। কিন্তু এ বার আন্তর্জাতিক ফুটবলকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করে তোলার উদ্যোগ নিল উয়েফা। অভিনব নেশন’স লিগের মাধ্যমে।
প্রশ্ন উঠবেই যে, এই নেশন’স লিগ কী ভাবে পরিচালিত হবে? ইউরোপের ৫৫টি দেশকে নিয়ে শুরু হচ্ছে এই দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক ফুটবল লিগ। যা চলবে ২০২০ মার্চ পর্যন্ত। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এই ৫৫টি দেশকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। ইউরোপীয় র্যাঙ্কিংয়ের সেরা ১২টি দল থাকছে গ্রুপ ‘এ’-তে। যে গ্রুপে রয়েছে স্পেন, ইংল্যান্ড, জার্মানি, ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দল। গ্রুপ ‘বি’-র দলসংখ্যাও ১২। সেখানে রয়েছে আয়ারল্যান্ড, ওয়েলস, রাশিয়ার মতো দলগুলো। গ্রুপ ‘সি’-র দলসংখ্যা ১৫ ও ‘ডি’-র ১৬।
এ বার প্রত্যেকটি গ্রুপকে আরও চারটি করে ‘সাব-গ্রুপে’ ভাঙা হয়েছে। গ্রুপ ‘এ’-কে উদাহরণ হিসেবে ধরা হলে, এই সাব-গ্রুপগুলোয় থাকছে তিনটি করে দল। যেমন গ্রুপ ‘এ’-র প্রথম সাব-গ্রুপে রয়েছে জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডস। বৃহস্পতিবার আলিয়াঞ্জ এরিনায় বিশ্বকাপ জয়ী ফ্রান্সের বিরুদ্ধে লিগের যাত্রা শুরু করছে জার্মানি। নির্দিষ্টি গ্রুপের দলগুলোর মধ্যে ‘হোম ও অ্যাওয়ে’ পদ্ধতিতে খেলা হবে। যেমন আবার নভেম্বরে পল পোগবাদের ঘরের মাঠে দেখা হবে মার্কো রয়েসদের।