Advertisement
০৩ মে ২০২৪
Hockey World Cup

হকিতে তৃতীয় বার বিশ্বকাপ জার্মানির

গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন বেলজিয়াম এ দিন দুর্দান্ত শুরু করেছিল। জার্মানির বিরুদ্ধে প্রথম কোয়ার্টারেই ২-০ এগিয়ে যায় তারা। ৯ মিনিটে ১-০ করেন ফান ফ্লোরেন্ত।

Germany Team celebrates after winning hockey world cup.

সেরা: বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস জার্মান দলের। রবিবার। পিটিআই

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ০৮:২০
Share: Save:

বিশ্বকাপ হকি

জার্মানি ৩ (৫) বেলজিয়াম ৩ (৪)

(সাডেন ডেথ-এ ৫-৪ জয়ী জার্মানি)

১৭ বছরের অপেক্ষার অবসান। ওড়িশার ভুবনেশ্বরে রবিবার রুদ্ধশ্বাস ফাইনালে বেলজিয়ামকে সাডেন ডেথ-এ ৫-৪ গোলে হারিয়ে তৃতীয় বার বিশ্বসেরা জার্মানি।

গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন বেলজিয়াম এ দিন দুর্দান্ত শুরু করেছিল। জার্মানির বিরুদ্ধে প্রথম কোয়ার্টারেই ২-০ এগিয়ে যায় তারা। ৯ মিনিটে ১-০ করেন ফান ফ্লোরেন্ত। এক মিনিটের মধ্যে বেলজিয়ামকে ২-০ এগিয়ে দেন কসইন্স টাঙ্গি। দ্বিতীয় কোয়ার্টার থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে জার্মানি। ২৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ১-২ করেন ওলেন নিকলাস। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকেই ২-২ করেন পেইলাত গঞ্জালো। চতুর্থ কোয়ার্টারের শুরুতেই জার্মানিকে ৩-২ এগিয়ে দেন গ্রামবুখ মাটস। একেবারে অন্তিম লগ্নে ৩-৩ করেন বেলজিয়ামের বুন টম। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাতও নিষ্পত্তি না হওয়ায় সাডেন ডেথ-এ ৫-৪ জিতে তৃতীয়বার বিশ্বসেরা হল জার্মানি।

এ দিকে, অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে চূর্ণ করে পুরুষদের বিশ্বকাপ হকিতে ব্রোঞ্জ পেল নেদারল্যান্ডস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hockey World Cup Germany
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE