স্বপ্নভঙ্গের রাতেই নতুন স্বপ্ন দেখতে শুরু করে দিলেন জিয়ানলুইজি বুফন!
শনিবার রাতে কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে হারের ধাক্কায় বিধ্বস্ত য়ুভেন্তাসের ফুটবলাররা। ব্যতিক্রম ৩৯ বছর বয়সি গোলরক্ষক। শনিবার রাত থেকেই যেন আগামী মরসুমের প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। বুফন বলেছেন, ‘‘য়ুভেন্তাসের সঙ্গে আমার আরও এক বছরের চুক্তি রয়েছে। যার অর্থ হচ্ছে, আরও এক বার সুযোগ পাব চ্যাম্পিয়ন্স লিগ জয়ের।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘গত বছরের চেয়েও এই মরসুমে আমি অনেক ভাল খেলেছি। দুর্ভাগ্য চ্যাম্পিয়ন হতে পারলাম না।’’
শুধু চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নই নয়, বুফন জানিয়ে দিলেন আগামী বছর রাশিয়া বিশ্বকাপেও তিনি খেলবেন। তার পরেই অবসর নেবেন।