Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কামিন্সদের প্রশংসায় ম্যাকগ্রা

অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ নিয়ে এই প্রাক্তন পেসার বলেছেন, ‘‘জশ হেজলউডের কথাই ধরুন। যে সব সময় পরিশ্রম করে চলেছে। কাম্মো (প্যাট কামিন্স) রোজ উন্নতি করছে। আর মিচেল স্টার্ক হল এক্স ফ্যাক্টর।

মধ্যমণি: অস্ট্রেলীয় ক্রিকেটারদের সঙ্গে ম্যাকগ্রা। গেটি ইমেজেস

মধ্যমণি: অস্ট্রেলীয় ক্রিকেটারদের সঙ্গে ম্যাকগ্রা। গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯ ০৩:৫৫
Share: Save:

সিরিজের শেষ টেস্টে নামার আগে অস্ট্রেলীয় বোলাররা পাশে পেয়ে গেলেন এক কিংবদন্তিকে। তিনি গ্লেন ম্যাকগ্রা। বুধবার সিডনিতে অস্ট্রেলীয় সাংবাদিকদের ম্যাকগ্রা বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার বোলারদের ওপর আমার পূর্ণ আস্থা আছে।’’

অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ নিয়ে এই প্রাক্তন পেসার বলেছেন, ‘‘জশ হেজলউডের কথাই ধরুন। যে সব সময় পরিশ্রম করে চলেছে। কাম্মো (প্যাট কামিন্স) রোজ উন্নতি করছে। আর মিচেল স্টার্ক হল এক্স ফ্যাক্টর। স্টার্ক যদি নতুন বলটা সুইং করাতে পারে, তা হলে ওকে নিঃসন্দেহে বিশ্বের অন্যতম বিপজ্জনক বোলার বলা যাবে।’’ যদিও কামিন্স ছাড়া বাকি বোলাররা সমালোচনার মুখেই পড়েছেন। শেন ওয়ার্ন যেমন স্টার্কের শরীরী ভাষা নিয়ে প্রশ্ন তুলে তুলেছেন। কিন্তু ম্যাকগ্রা বলছেন, ‘‘এই বোলাররা সবাই যদি ঠিকঠাক বলটা করতে পারে, তা হলে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ হয়ে উঠবে।’’ পেসারদের পাশাপাশি অফস্পিনার নেথান লায়নের প্রশংসাও করেছেন ম্যাকগ্রা। তাঁর মন্তব্য, ‘‘খেলাটা খুব ভাল বোঝে লায়ন। ও প্রতিটা টেস্টেই বল করতে নামে উইকেট নেওয়ার কথা মাথায় রেখে। তা পিচের চরিত্র যে রকমই হোক না কেন।’’

লায়নের প্রসঙ্গে শেন ওয়ার্নের কথাও বলেছেন ম্যাকগ্রা। তাঁর মন্তব্য, ‘‘ওয়ার্নও মনে করত ও যে কোনও পিচে উইকেট নিতে পারবে। সফল হতে গেলে এই আত্মবিশ্বাসটা খুবই জরুরি। লায়নের যেমন আছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE