পাকিস্তানের অলিগলিতে প্রতিভাবান বোলার জন্ম নেয়। এমন প্রবাদ ক্রিকেট মহলে খুবই পরিচিত। ইমরান খান থেকে ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার থেকে আজকের মহম্মদ আমিররা তার সবচেয়ে বড় প্রমাণ। বিভিন্ন সময়ে এই সব পাকিস্তানি পেসাররা বাইশ গজে রাজত্ব করে এসেছেন। পাকিস্তানের নবতম ‘আবিষ্কার’ এখন থেকেই ক্রিকেট মহলে সাড়া ফেলে দিয়েছে। তিনি ২১ বছরের ইয়াসির জান। যিনি নাকি প্রায় সমান দক্ষতায় দুই হাতে বল করতে পারেন! তবে এমন ‘সব্যসাচী’ বোলার যে আগে দেখা যায়নি তেমন নয়। হাসান তিলকরত্নে, গ্রাহাম গুচ, কামিন্ডু মেন্ডিসরাও কখনও কখনও দু’হাতে বল করেছেন। এমনকী রবিচন্দ্রন অশ্বিন দাবি করেছেন, সমান পরদর্শিতায় দুই হাতে বল করতে পারেন তিনিও। তা হলে ইয়াসির জন এত ‘খাস’ কেন? জেনে নিন এক নজরে।
আরও পড়ুন- ছক্কা মেরে বল স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে বললেন, আর রিভার্স সুইং করতে পারবে না
আরও পড়ুন- পুজোর পর কাজে মন বসছে না?