Advertisement
১৮ মে ২০২৪

ওয়ান ডে দলে নয়া মুখ গুরকিরাত, টি-টোয়েন্টিতে ফিরলেন হরভজন

ইন্ডিয়া ‘এ’-র হয়ে ব্যাটে-বলে পারফরম্যান্সের পুরস্কার পেলেন গুরকিরাত সিংহ মান। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম তিনটি ওয়ান ডে ম্যাচের জন্য ভারতীয় দলের দরজা খুলল তাঁর। এ দিন আসন্ন সফরের জন্য প্রথম তিনটি ওয়ান ডে এবং টি-টোয়েন্টি-র দল ঘোষণা করেন নির্বাচনী কমিটির চেয়ারম্যান সন্দীপ পাটিল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৫ ১৭:০৯
Share: Save:

ইন্ডিয়া ‘এ’-র হয়ে ব্যাটে-বলে পারফরম্যান্সের পুরস্কার পেলেন গুরকিরাত সিংহ মান। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম তিনটি ওয়ান ডে ম্যাচের জন্য ভারতীয় দলের দরজা খুলল তাঁর। এ দিন আসন্ন সফরের জন্য প্রথম তিনটি ওয়ান ডে এবং টি-টোয়েন্টি-র দল ঘোষণা করেন নির্বাচনী কমিটির চেয়ারম্যান সন্দীপ পাটিল। টি-টোয়েন্টি দলে হরভজন সিংহের ফেরা ছোটখাটো চমক হলেও, তা থেকেও বড় চমক বোধহয় কর্নাটকের বাঁ-হাতি সিমার শ্রীনাথ অরবিন্দের দলে আসা। মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটন পরিবর্তনের জল্পনা বাতাসে ভাসলেও শেষমেশ তাঁর উপরেই ভরসা রেখেছেন নির্বাচকেরা।

আইপিএলে কিংগস ইলেভেনের হয়ে মাঠে নেমে বেশ কয়েকটি প্রয়োজনীয় ইনিংস খেলেছেন ২৫ বছরের গুরকিরাত। সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের বিরুদ্ধে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স সাড়া জাগিয়েছিল। এর আগেও ধারাবাহিক ভাবে নজর কেড়েছেন তিনি। তবে এ দিনটা গুরকিরাতের জন্য উৎসবের হলেও আর এক অলরাউন্ডার রবীন্দ্র সিংহ জাদেজার জন্য ভাল গেল না। টি-টোয়েন্টি বা ওয়ান ডে— কোনও দলেই জায়গা হল না তাঁর। দলে ডাক পাননি ইশান্ত শর্মা বা বরুণ অ্যারনও। তবে চোটের জন্য শ্রীলঙ্কা সফর থেকে দেশে ফেরা ওপেনার শিখর ধবনকে দু’দলেই রেখেছেন নির্বাচকেরা। তবে গুরকিরাত বা শ্রীনাথ ছাড়া দলে বড়সড় কোনও চমক নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE