Advertisement
E-Paper

নতুন অঙ্ক হাবাসের

মাতেরাজ্জির টিমের হাতে মুম্বইয়ের হেনস্থা দেখে অঙ্ক বদলাচ্ছেন আন্তোনিও হাবাস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৫ ০৩:৩৬

মাতেরাজ্জির টিমের হাতে মুম্বইয়ের হেনস্থা দেখে অঙ্ক বদলাচ্ছেন আন্তোনিও হাবাস।

শুক্রবার কলকাতার সঙ্গেই খেলা রয়েছে নিকোলাস আনেলকার টিমের। মঙ্গলবার অবশ্য সরকারি ভাবে এ বারের আইএসএল থেকেই ছিটকে গেল মুম্বই সিটি এফসি। গত বারের মতোই। চেন্নাইয়ানের কাছে ৩-০ হেরে। ফলে আটলেটিকোর বিরুদ্ধে তিন পয়েন্ট পেলেও তাদের শেষ চারের সম্ভাবনা থাকছে না। নিয়মরক্ষার ম্যাচ খেলতে বিদায়ের ব্যাগপত্র গুছিয়েই কলকাতা আসছেন সুনীল-সনিরা। এ দিনের ম্যাচ দেখে হাবাস তাঁর সহকারীদের যা ইঙ্গিত দিয়েছেন তাতে মুম্বইয়ের বিরুদ্ধে হিউম, দ্যুতি, গাভিলানের মতো কয়েক জনকে তিনি বিশ্রাম দেবেন। এ দিন চেন্নাইয়ের মেন্ডোজা ফের গোল করায় তাঁর গোল সংখ্যা হল ১১। হিউম আবার এ দিন অনুশীলনের পর ইচ্ছে প্রকাশ করেছিলেন, মেন্ডোজাকে ধরার জন্য মুম্বই ম্যাচ খেলার। কিন্তু তাঁর ইচ্ছে সম্ভবত পূরণ হচ্ছে না। তা ছাড়া তাঁর কার্ড আছে। শেষ চারের কথা ভেবে হাবাস তাই ঝুঁকি নিতে চাইছেন না। অনুশীলন দেখে সম্ভবত লেকিচই শুরু করবেন। হাবাস এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। তাঁর বরং চিন্তা বেড়েছে লিগ শীর্ষে থেকে শেষ করলে সেমিফাইনালে দেখা হতে পারে চেন্নাইয়ানের সঙ্গে। ঘনিষ্ঠমহলে তিনি বলেছেন, কলকাতা ছাড়া চেন্নাই সবচেয়ে ব্যালেন্সড টিম।

গত বারের গার্সিয়ার মতো এ বারও মার্কি ফুটবলার হেল্ডার পস্টিগাকে নিয়ে টিমে অশান্তি শুরু হয়েছে। পস্টিগা এ দিনও কোচকে বলেছেন, তিনি ফিট। খেলতে চান। কিন্তু প্র্যাকটিসে আলাদা দৌড়নোর নির্দেশ দিয়ে হাবাস তাঁকে বুঝিয়ে দিয়েছেন, তিনি মনে করছেন পস্টিগা একশো শতাংশ ফিট নন। টিমের হয়ে মাত্র একটি ম্যাচ খেললেও বিপণনের জন্য পস্টিগাকে কাজে লাগাচ্ছে টিম ম্যানেজমেন্ট। আজ সকালে প্রধান স্পনসরের একটি অনুষ্ঠানে হিউম, অর্ণবদের সঙ্গে যাচ্ছেন পর্তুগিজ ফুটবলারও।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy