Advertisement
E-Paper

পাইলটের ‘ব্লাডি ইন্ডিয়ান’ মন্তব্যের প্রতিবাদে সরব হরভজন

শারীরিক ভাবে এক মহিলা যাত্রীকে হেনস্থা করেন জেট এয়ারওয়েজের এক পাইলট। শুধু তাই নয়, প্রতিবন্ধী এক পুরুষ যাত্রীর সঙ্গেও চূড়ান্ত খারাপ ব্যবহার করেন। এখানেই শেষ নয়, তাঁদের ‘ব্লাডি ইন্ডিয়ান’ বলে অসম্মানও করেন ওই পাইলট।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ১৭:২৬
হরভজন সিংহ। -ফাইল চিত্র।

হরভজন সিংহ। -ফাইল চিত্র।

শারীরিক ভাবে এক মহিলা যাত্রীকে হেনস্থা করেন জেট এয়ারওয়েজের এক পাইলট। শুধু তাই নয়, প্রতিবন্ধী এক পুরুষ যাত্রীর সঙ্গেও চূড়ান্ত খারাপ ব্যবহার করেন। এখানেই শেষ নয়, তাঁদের ‘ব্লাডি ইন্ডিয়ান’ বলে অসম্মানও করেন ওই পাইলট। আর গোটাটাই ঘটে ক্রিকেটার হরভজন সিংহের সামনে। তিনি ওই একই বিমানে সফর করছিলেন। পুরো ঘটনার প্রতিবাদ করে টুইট করেন হরভজন। সেই টুইট এখন সোশ্যাল মিডিয়ায় সরগরম।

আরও খবর: ধোনির পরামর্শ নিয়েই মুম্বইয়ের বিরুদ্ধে বাজিমাত স্মিথে

বুধবারের ঘটনা। জেট এয়ারওয়েজের বিমানে সফর করছিলেন হরভজন। ভাজ্জির অভিযোগ তাঁর সামনেই ওই পাইলট বিমানের দুই যাত্রীর সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। বার্নার্ড হোয়েসলিন নামে ওই পাইলটের নাম করে এর পরে টুইট করেন হরভজন। লেখেন ‘‘জেট এয়ারওয়েজের পাইলট বার্নার্ড হোসেলিন আমার সম্মাননীয় দুই ভারতীয় সহযাত্রীকে ‘ইউ ব্লাডি ইন্ডিয়ান গেট আউট অফ মাই ফ্লাইট’ বলে অপমান করেন। অথচ তিনি এ দেশ থেকেই রোজগার করছেন!’’ ( ) (_) পরের টুইটেই তিনি ওই পাইলটের কঠিন শাস্তির দাবি করে লেখেন ‘‘এই ঘটনা আমাদের মতো দেশে মেনে নেওয়া যায় না এমনকী সহ্য করাও উচিত নয়।’’ এর প্রতিবাদ জানাতে তিনি সকলকে এক হওয়ার অনুরোধ জানিয়েছেন। & (_) এমনিতেই প্রতিবাদী হিসাবে হরভজনের সুনাম রয়েছে। মঙ্গলবারই তিনি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার সপক্ষে তাঁর শাস্তির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এ দিন সেই সব ভারতীয়দের হয়ে ব্যাট ধরলেন যাঁদের বিভিন্ন ভাবে নানা জায়গায় অপমানের শিকার হতে হয়। চোখের সামনে এমন ঘটনা দেখেও চুপ করে থাকেননি তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ বার্তাটা সকলের কাছে পৌঁছে দিয়েছেন হরভজন সিংহ। সবাইকে প্রতিবাদ করতে বলেছেন সোশ্যাল মিডিয়ায়। & ' (_)

পরের টুইটেই তিনি ওই পাইলটের কঠিন শাস্তির দাবি করে লেখেন ‘‘এই ঘটনা আমাদের মতো দেশে মেনে নেওয়া যায় না এমনকী সহ্য করাও উচিত নয়।’’ এর প্রতিবাদ জানাতে তিনি সকলকে এক হওয়ার অনুরোধ জানিয়েছেন।

এমনিতেই প্রতিবাদী হিসাবে হরভজনের সুনাম রয়েছে। মঙ্গলবারই তিনি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার সপক্ষে তাঁর শাস্তির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এ দিন সেই সব ভারতীয়দের হয়ে ব্যাট ধরলেন যাঁদের বিভিন্ন ভাবে নানা জায়গায় অপমানের শিকার হতে হয়। চোখের সামনে এমন ঘটনা দেখেও চুপ করে থাকেননি তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ বার্তাটা সকলের কাছে পৌঁছে দিয়েছেন হরভজন সিংহ। সবাইকে প্রতিবাদ করতে বলেছেন সোশ্যাল মিডিয়ায়।

বুধবারের ঘটনা। জেট এয়ারওয়েজের বিমানে সফর করছিলেন হরভজন। ভাজ্জির অভিযোগ তাঁর সামনেই ওই পাইলট বিমানের দুই যাত্রীর সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। বার্নার্ড হোয়েসলিন নামে ওই পাইলটের নাম করে এর পরে টুইট করেন হরভজন। লেখেন ‘‘জেট এয়ারওয়েজের পাইলট বার্নার্ড হোসেলিন আমার সম্মাননীয় দুই ভারতীয় সহযাত্রীকে ‘ইউ ব্লাডি ইন্ডিয়ান গেট আউট অফ মাই ফ্লাইট’ বলে অপমান করেন। অথচ তিনি এ দেশ থেকেই রোজগার করছেন!’’ ( ) (_) পরের টুইটেই তিনি ওই পাইলটের কঠিন শাস্তির দাবি করে লেখেন ‘‘এই ঘটনা আমাদের মতো দেশে মেনে নেওয়া যায় না এমনকী সহ্য করাও উচিত নয়।’’ এর প্রতিবাদ জানাতে তিনি সকলকে এক হওয়ার অনুরোধ জানিয়েছেন। & (_) এমনিতেই প্রতিবাদী হিসাবে হরভজনের সুনাম রয়েছে। মঙ্গলবারই তিনি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার সপক্ষে তাঁর শাস্তির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এ দিন সেই সব ভারতীয়দের হয়ে ব্যাট ধরলেন যাঁদের বিভিন্ন ভাবে নানা জায়গায় অপমানের শিকার হতে হয়। চোখের সামনে এমন ঘটনা দেখেও চুপ করে থাকেননি তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ বার্তাটা সকলের কাছে পৌঁছে দিয়েছেন হরভজন সিংহ। সবাইকে প্রতিবাদ করতে বলেছেন সোশ্যাল মিডিয়ায়। & ' (_)

বুধবারের ঘটনা। জেট এয়ারওয়েজের বিমানে সফর করছিলেন হরভজন। ভাজ্জির অভিযোগ তাঁর সামনেই ওই পাইলট বিমানের দুই যাত্রীর সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। বার্নার্ড হোয়েসলিন নামে ওই পাইলটের নাম করে এর পরে টুইট করেন হরভজন। লেখেন ‘‘জেট এয়ারওয়েজের পাইলট বার্নার্ড হোসেলিন আমার সম্মাননীয় দুই ভারতীয় সহযাত্রীকে ‘ইউ ব্লাডি ইন্ডিয়ান গেট আউট অফ মাই ফ্লাইট’ বলে অপমান করেন। অথচ তিনি এ দেশ থেকেই রোজগার করছেন!’’ ( ) (_) পরের টুইটেই তিনি ওই পাইলটের কঠিন শাস্তির দাবি করে লেখেন ‘‘এই ঘটনা আমাদের মতো দেশে মেনে নেওয়া যায় না এমনকী সহ্য করাও উচিত নয়।’’ এর প্রতিবাদ জানাতে তিনি সকলকে এক হওয়ার অনুরোধ জানিয়েছেন। & (_) এমনিতেই প্রতিবাদী হিসাবে হরভজনের সুনাম রয়েছে। মঙ্গলবারই তিনি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার সপক্ষে তাঁর শাস্তির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এ দিন সেই সব ভারতীয়দের হয়ে ব্যাট ধরলেন যাঁদের বিভিন্ন ভাবে নানা জায়গায় অপমানের শিকার হতে হয়। চোখের সামনে এমন ঘটনা দেখেও চুপ করে থাকেননি তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ বার্তাটা সকলের কাছে পৌঁছে দিয়েছেন হরভজন সিংহ। সবাইকে প্রতিবাদ করতে বলেছেন সোশ্যাল মিডিয়ায়। & ' (_)

পরের টুইটেই তিনি ওই পাইলটের কঠিন শাস্তির দাবি করে লেখেন ‘‘এই ঘটনা আমাদের মতো দেশে মেনে নেওয়া যায় না এমনকী সহ্য করাও উচিত নয়।’’ এর প্রতিবাদ জানাতে তিনি সকলকে এক হওয়ার অনুরোধ জানিয়েছেন।

এমনিতেই প্রতিবাদী হিসাবে হরভজনের সুনাম রয়েছে। মঙ্গলবারই তিনি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার সপক্ষে তাঁর শাস্তির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এ দিন সেই সব ভারতীয়দের হয়ে ব্যাট ধরলেন যাঁদের বিভিন্ন ভাবে নানা জায়গায় অপমানের শিকার হতে হয়। চোখের সামনে এমন ঘটনা দেখেও চুপ করে থাকেননি তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ বার্তাটা সকলের কাছে পৌঁছে দিয়েছেন হরভজন সিংহ। সবাইকে প্রতিবাদ করতে বলেছেন সোশ্যাল মিডিয়ায়।

বুধবারের ঘটনা। জেট এয়ারওয়েজের বিমানে সফর করছিলেন হরভজন। ভাজ্জির অভিযোগ তাঁর সামনেই ওই পাইলট বিমানের দুই যাত্রীর সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। বার্নার্ড হোয়েসলিন নামে ওই পাইলটের নাম করে এর পরে টুইট করেন হরভজন। লেখেন ‘‘জেট এয়ারওয়েজের পাইলট বার্নার্ড হোসেলিন আমার সম্মাননীয় দুই ভারতীয় সহযাত্রীকে ‘ইউ ব্লাডি ইন্ডিয়ান গেট আউট অফ মাই ফ্লাইট’ বলে অপমান করেন। অথচ তিনি এ দেশ থেকেই রোজগার করছেন!’’ ( ) (_) পরের টুইটেই তিনি ওই পাইলটের কঠিন শাস্তির দাবি করে লেখেন ‘‘এই ঘটনা আমাদের মতো দেশে মেনে নেওয়া যায় না এমনকী সহ্য করাও উচিত নয়।’’ এর প্রতিবাদ জানাতে তিনি সকলকে এক হওয়ার অনুরোধ জানিয়েছেন। & (_) এমনিতেই প্রতিবাদী হিসাবে হরভজনের সুনাম রয়েছে। মঙ্গলবারই তিনি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার সপক্ষে তাঁর শাস্তির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এ দিন সেই সব ভারতীয়দের হয়ে ব্যাট ধরলেন যাঁদের বিভিন্ন ভাবে নানা জায়গায় অপমানের শিকার হতে হয়। চোখের সামনে এমন ঘটনা দেখেও চুপ করে থাকেননি তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ বার্তাটা সকলের কাছে পৌঁছে দিয়েছেন হরভজন সিংহ। সবাইকে প্রতিবাদ করতে বলেছেন সোশ্যাল মিডিয়ায়। & ' (_)

পরের টুইটেই তিনি ওই পাইলটের কঠিন শাস্তির দাবি করে লেখেন ‘‘এই ঘটনা আমাদের মতো দেশে মেনে নেওয়া যায় না এমনকী সহ্য করাও উচিত নয়।’’ এর প্রতিবাদ জানাতে তিনি সকলকে এক হওয়ার অনুরোধ জানিয়েছেন।

এমনিতেই প্রতিবাদী হিসাবে হরভজনের সুনাম রয়েছে। মঙ্গলবারই তিনি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার সপক্ষে তাঁর শাস্তির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এ দিন সেই সব ভারতীয়দের হয়ে ব্যাট ধরলেন যাঁদের বিভিন্ন ভাবে নানা জায়গায় অপমানের শিকার হতে হয়। চোখের সামনে এমন ঘটনা দেখেও চুপ করে থাকেননি তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ বার্তাটা সকলের কাছে পৌঁছে দিয়েছেন হরভজন সিংহ। সবাইকে প্রতিবাদ করতে বলেছেন সোশ্যাল মিডিয়ায়।

Harbhajan Singh Cricket Cricketer Jet Airways
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy