Advertisement
E-Paper

বিরুষ্কাকে ‘রিলেশনশিপ’ পরামর্শ দিলেন হরভজন

বলিউ়ডের অভিনেত্রী নেহা ধুপিয়ার শো ‘নো ফিল্টার নেহা’তে রিলেশনশিপ অ্যাডভাইসরের ভূমিকায় দেখা গেল হরভজন সিংহকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ২১:০৭
স্ত্রী গীতার সঙ্গে হরভজন সিংহ। ছবি পিটিআইয়ের সৌজন্যে।

স্ত্রী গীতার সঙ্গে হরভজন সিংহ। ছবি পিটিআইয়ের সৌজন্যে।

এবার এক নতুন ভুমিকায় দেখা গেল হরভজন সিংহকে। বলিউ়ডের অভিনেত্রী নেহা ধুপিয়ার শো ‘নো ফিল্টার নেহা’তে রিলেশনশিপ অ্যাডভাইসরের ভূমিকায়। বিরাট-অনুষ্কা থেকে শোয়েব-সানিয়া— সকলের সম্বন্ধে কিছু না কিছু বক্তব্য ছিল তাঁর। টক শো-এর সেই ভিডিয়ো নিজেই পোস্ট করেছেন তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে।

শো চলাকালীন নেহা হরভজনকে জিজ্ঞাসা করেন, সেলিব্রিটি জুটিদের উদ্দেশে আপনি কী বলবেন?

তখনই তিনি বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, সানিয়া মির্জা-শোয়েব মালিক ও জাহির খান-সাগরিকা ঘাটগে, এই জুটিগুলির রিলেশনশিপ নিয়ে বেশ কিছু উপদেশ দেন তিনি।

বিরুষ্কা সম্পর্কে তিনি বলেছেন, ‘‘বিবাহিত জীবনে কঠিন সময় আসতেই পারে। তাই একসঙ্গে থাকো, একে অপরকে জানো। যত দিন একসঙ্গে কাটাবে, তত বেশি একে অপরকে চিনতে পারবে।’’

আবার সানিয়া মির্জা-শোয়েব মালিক জুটিকে তিনি আরও বেশি একসঙ্গে সময় কাটানোর পরামর্শ দিয়েছেন।

তবে জাহির ও সাগরিকার প্রতি ভাজ্জির উপদেশটা বাকিদের থেকে আলাদা। ওই জুটিকে তিনি বলেছেন, ‘‘কিছু সময় একে অপরের থেকে একটু আলাদা থাকো।’’

আরও পড়ুন: গান গেয়ে মন জয় করলেন মেরি কম

তবে রিলেশনশিপ নিয়ে অন্যদের উপদেশ দিয়েই ক্ষান্ত থাকেননি তিনি। তাঁর সঙ্গে গীতা বাসরার সম্পর্ক কী ভাবে শুরু হয়েছিল, সে গল্পও শুনিয়েছেন। গীতার সঙ্গে তাঁর সম্পর্ক গড়তে যুবরাজের সাহায্যের কথা অকপটে স্বীকার করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, তাঁর সঙ্গে কফি খাওয়ার প্রস্তাব প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন গীতা! আইপিএলের জন্য গীতাকে টিকিট দেওয়ার পর থেকে তাঁদের সম্পর্কের সূত্রপাত ঘটে।

আরও পড়ুন: ‘কাগজ-কলমে ভারত ভাল দল’, তবুও অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন ইয়ান

(খেলার দুনিয়া নিয়েবাংলায় খবরপড়তে চোখ রাখুন আমাদেরখেলাবিভাগে।)

No Filter Neha Harbhajan Singh Relationship Advice Viral Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy