Advertisement
E-Paper

'জব আই মেট সিমরন'! কাজলকে নিয়ে কার এত উচ্ছ্বাস?

টুইটারে কাজলের সঙ্গে সেলফির ছবি পোস্ট করেছেন অফস্পিনার হরভজন। লিখেছেন, “জব আই মেট সিমরান।” ৪১৭ টেস্ট উইকেটের মালিক লিখেছেন কাজলই হলেন তাঁর ফেভারিট।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ১৫:১৪
কাজলের ছবি 'হেলিকপ্টার ইলা' মুক্তি পাচ্ছে শুক্রবার।

কাজলের ছবি 'হেলিকপ্টার ইলা' মুক্তি পাচ্ছে শুক্রবার।

ক্রিকেটের সঙ্গে বলিউডের মেলবন্ধন। আর সেটাও একফ্রেমে। কাজলের সঙ্গে হরভজন সিংয়ের ছবি সেই কারণেই সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

টুইটারে কাজলের সঙ্গে সেলফির ছবি পোস্ট করেছেন অফস্পিনার হরভজন। লিখেছেন, “জব আই মেট সিমরন।” ঘটনা হল, 'সিমরন' হল শাহরুখ খানের সঙ্গে 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' সিনেমায় কাজলের চরিত্রের নাম। এই সিনেমা সুপারহিট হয়েছিল। হরভজন সেই সিনেমায় কাজলের চরিত্রকেই মনে করিয়ে দিয়েছেন। ৪১৭ টেস্ট উইকেটের মালিক আরও লিখেছেন যে কাজলই হলেন তাঁর ফেভারিট। আসন্ন সিনেমা ‘হেলিকপ্টার ইলা’-র জন্য কাজলকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, রাজকোটে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের পারফরম্যান্সের সমালোচনা করে বিতর্কের জন্ম দিয়েছেন হরভজন। তিনি টুইট করেছিলেন যে, রনজির প্লেট গ্রুপে খেলার যোগ্যতাও এই ক্যারিবিয়ান দলের রয়েছে কিনা? জবাবে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার টিনো বেস্ট পাল্টা টুইট করে বলেন, ইংল্যান্ডে টেস্ট সিরিজে পাঁচটার মধ্যে চারটি টেস্টে পরাজয়ের পরেও তো ভারতীয় ক্রিকেটারদের নিয়ে এমন টুইট করেননি ভাজ্জি!

আরও পড়ুন: বেটিংয়ে নিষেধ উঠলে দেশেরই লাভ, বলছেন প্রীতি জিন্টা

আরও পড়ুন: শুধু ভারত নয়, জেসন হোল্ডারের নেতৃত্বে যে কাউকে হারাবে ওয়েস্ট ইন্ডিজের এই একাদশ

ওয়েস্ট ইন্ডিজ অবশ্য সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ২৭২ রানে হেরে ভাজ্জির মূল্যায়নকেই স্বীকৃতি দিয়েছিল। ১২ অগস্ট থেকে হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। তারপর একদিনের সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

Cricket Cricketer Bollywood Kajol Harbhajan Singh West Indies Cricket Indian Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy