Advertisement
E-Paper

জিএসটি নিয়ে ভাজ্জির মজার টুইট

হরভজনের এই টুইটে রীতিমতো সারা পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলেই তাঁর সঙ্গে একমত হয়ে জবাব দিচ্ছেন। দীপিকা লিখেছেন, ‘‘খুবই সত্যি। জিএসটি+সিএসটি।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৫৫
হরভজন সিংহ। —ফাইল চিত্র।

হরভজন সিংহ। —ফাইল চিত্র।

হাতে বেশ কিছুটা সময় রয়েছে। সেই সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে ভালবাসেন হরভজন সিংহ। সঙ্গে সোশ্যাল মিডিয়া তো রয়েছেই। এ বার ভাজ্জির টুইটে সাধারণ মানুষ তো বটেই মজা করে জবাবও দিতে দেখা গেল অভিনেত্রী দীপিকা পাড়ুকনকে। হরভজন যেটা টুইটে লিখলেন সেটা অনেকটা এ রকম, ‘‘এক রেস্তোরায় রাতের খাবার সেরে যখন বিল মেটাতে গেলাম, তখন সেটা দেখে মনে হল আমাদের সঙ্গে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারও ডিনার করেছে।’’

আরও পড়ুন

ক্যাপ্টেন কপিলের থেকে বল নিয়ে সেই ভিভ-বধ

আফগানিস্তানের কোচ হতে পারেন কাইফ

হরভজনের এই টুইটে রীতিমতো সারা পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলেই তাঁর সঙ্গে একমত হয়ে জবাব দিচ্ছেন। দীপিকা লিখেছেন, ‘‘খুবই সত্যি। জিএসটি+সিএসটি।’’ কেউ লিখেছেন, ‘‘এর আগেও এমনটা হয়েছে। এখন পার্থক্য হল ওরা আলাদা আলাদা নিমন্ত্রণ পত্রে আসে।’’ কেউ বলেন, ‘‘পাজির এটা তিসরা ছিল।’’

দেখুন টুইট

দেখুন টুইট & (_) +

দেখুন টুইট & (_)

দেখুন টুইট

দেখুন টুইট & (_) +

Cricket Cricketer Harbhajan Singh Twitter হরভজন সিংহ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy