Advertisement
২৩ এপ্রিল ২০২৪

হার্দিক দারুণ প্যাকেজ: ধোনি

ভয়ডরহীন ব্যাটিং, ভাল ফিল্ডার, উপযোগী তৃতীয় সিমার— সব মিলিয়ে হার্দিক পাণ্ড্যকে কমপ্লিট প্যাকেজ মনে করছেন মহেন্দ্র সিংহ ধোনি। ‘‘সব মিলিয়ে দারুণ প্যাকেজ হার্দিক। ওকে বেশি সুযোগ দিতে চাই।

সংবাদ সংস্থা
মীরপুর শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:০৩
Share: Save:

ভয়ডরহীন ব্যাটিং, ভাল ফিল্ডার, উপযোগী তৃতীয় সিমার— সব মিলিয়ে হার্দিক পাণ্ড্যকে কমপ্লিট প্যাকেজ মনে করছেন মহেন্দ্র সিংহ ধোনি। ‘‘সব মিলিয়ে দারুণ প্যাকেজ হার্দিক। ওকে বেশি সুযোগ দিতে চাই। তা হলে একজন বাড়তি ব্যাটসম্যান খেলানোর বিকল্প থাকে,’’ এ দিন ম্যাচ জিতে বলেন ধোনি। নিজের ব্যাটিং স্লট নিয়ে ধোনির মন্তব্য, ‘‘এক এক সময় ব্যাপারটা কঠিন হয়, দশটা মতো বল খেলতে পাই, লোকে আশা করে তাতেই ২০-২৫ রান তুলে দেব।’’ পিঠের চোট প্রসঙ্গে ধোনি বলেন, ‘‘কাল হয়তো বলতে পারব, কেমন আছি।’’

ম্যাচের সেরা রোহিত শর্মা বলেন, ‘‘পিছনে না তাকিয়ে প্রতিটা ইনিংস নতুন করে শুরু করা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ের মূল জিনিসগুলো ঠিকঠাক রেখে বলের পেস ব্যবহার করার চেষ্টা করেছি। এটা মাথায় ছিল যে, যতক্ষণ সম্ভব ব্যাট করতে হবে।’’ বাংলাদেশের অধিনায়ক মাশরফি মর্তুজা বলে যান, রোহিতের ইনিংসটাই ম্যাচ তাঁদের হাত থেকে বের করে নেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE