বেশ কয়েক দিন ধরেই হার্দিক পাণ্ড্যর সঙ্গে এক মহিলার ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি পোস্ট করেছিলেন হার্দিক পাণ্ড্যর এক সমর্থক। হার্দিকেরই নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট করা হয়। শুধু হার্দিক নয়, এর আগে বহু ক্রিকেটারের ছবি পোস্ট করা হয় ওই অ্যাকাউন্ট থেকে।
সোশ্যাল মিডিয়াতে ছবিটি পোস্ট হওয়ার পরেই তা ভাইরাল হয়ে যায়। ছবিটিতে ওই মহিলার সঙ্গে ‘পোজ’ দিতে দেখা গিয়েছে ভারতীয় দলের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে।
আরও পড়ুন: ফিটনেস আর দায়িত্বে আরও ধারালো রোহিত শর্মা
আরও পড়ুন: কপিল দেবের রেকর্ড ভাঙলেন রঙ্গনা হেরথ, গড়লেন আরও নজির
ছবিটি পোস্ট হওয়া মাত্রই বেশ কিছু সমর্থক প্রশ্নও করে বসেন কে এই মহিলা? তবে, রহস্যকে আর না বাড়িয়ে নিজেই টুইট করে এই রহস্যের উপর যবনিকা টানেন হার্দিক।
টুইটে হার্দিক লেখেন “রহস্যের সমাধান! ও আমার বোন।” ! ' 😉
Mystery solved! That's my sister 😉
— hardik pandya (@hardikpandya7) October 2, 2017
টুইটে হার্দিক লেখেন “রহস্যের সমাধান! ও আমার বোন।”