দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহ চলছে। ইতিমধ্যে জাতীয় গান বন্দে মাতরম এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিস্তর আলোচনা হয়েছে সংসদে। বন্দে মাতরম নিয়ে আলোচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপত্তি ওঠায় তা সঙ্গে সঙ্গে শুধরেও নেন তিনি। আজ সংসদে শাসক এবং বিরোধী শিবিরের অবস্থান কী থাকে, সে দিকে নজর থাকবে। বৃহস্পতিবার বন্দে মাতরম নিয়ে আলোচনার সময়ে রাজ্যসভায় বিজেপি এবং কংগ্রেস একে অপরকে আক্রমণ শানিয়েছে। অধিবেশনে জেপি নড্ডা এবং মল্লিকার্জুন খড়্গে পরস্পরকে নিশানা করেন। আজ সংসদে শাসক এবং বিরোধী শিবিরের কী অবস্থান থাকে, সে দিকে নজর থাকবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হেরে গেল ভারত। সিরিজ় এখন ১-১। তৃতীয় ম্যাচে কি পরীক্ষা-নিরীক্ষায় যাবেন কোচ গৌতম গম্ভীর? প্রথম দু’টি ম্যাচ হল এক দিনের ব্যবধানে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মাঝে দু’দিনের বিরতি। রবিবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে ভারত ও দক্ষিণ আফ্রিকা দলের সব খবর।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে রাজ্যে নতুন করে পারদপতনের পূর্বাভাস নেই। কোথাও সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। রাজ্যে কোথাও বৃষ্টিরও সম্ভাবনা নেই। ভোরের দিকে উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় কুয়াশার দাপট চলতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে। ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলিতেও।