Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কপিলের সঙ্গে কারও তুলনা চান না গাওস্কর

একটা ব্যাপারে বিরক্ত দেখাচ্ছে গাওস্করকে। শিখর ধওয়নের ব্যাটিং। যে ভাবে টেস্টে ব্যাট করছেন ধওয়ন, তাতে খুশি নন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি এই প্রাক্তন ওপেনার।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৮ ০৪:৫৫
Share: Save:

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর আগমনের পরে অনেকেই কপিল দেবের সঙ্গে হার্দিক পাণ্ড্যের তুলনা শুরু করেছিলেন। চলতি ইংল্যান্ড সফরে প্রথম টেস্টের পরে সুনীল গাওস্কর বুঝিয়ে দিলেন, তিনি কোনও ভাবেই এই তুলনা চান না।

একটি টিভি চ্যানেলে সোমবার গাওস্কর বলেন, ‘‘কপিল দেবের সঙ্গে কারও তুলনাই হওয়া উচিত নয়। কপিলের মতো ক্রিকেটার শুধু এক প্রজন্মেই নয়, একশো বছরে একজন আসে। ঠিক ডন ব্র্যা়ডম্যান আর সচিন তেন্ডুলকরের মতো।’’

আরও একটা ব্যাপারে বিরক্ত দেখাচ্ছে গাওস্করকে। শিখর ধওয়নের ব্যাটিং। যে ভাবে টেস্টে ব্যাট করছেন ধওয়ন, তাতে খুশি নন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি এই প্রাক্তন ওপেনার। গাওস্করের মন্তব্য, ‘‘শিখর ওর খেলাটা বদলাতেই চায় না। এত দিন যে ভাবে রান করেছে, সে ভাবেই ব্যাট করতে চায়। এই ভাবে খেলে ওয়ান ডে-তে সফল হওয়া সম্ভব, কারণ তখন স্লিপে বেশি ফিল্ডার থাকে না। ফলে বল ওখান দিয়ে বাউন্ডারিতে চলে যায়। কিন্তু টেস্টে সেটা সম্ভব নয়। টেস্টে ও রকম শট খেললে আউট হয়ে ফিরে যেতে হয়। একজন ব্যাটসম্যান যদি মানসিক ভাবে নিজেকে বদলাতে না পারে, তা হলে টেস্টে সাফল্য পাওয়া কঠিন।’’

সিরিজে ০-১ পিছিয়ে থাকার কারণে গাওস্কর মনে করেন, লর্ডস টেস্টে ভারতের উচিত হবে একজন বাড়তি ব্যাটসম্যান খেলানো। সানি বলেছেন, ‘‘আমি হলে একজন বাড়তি ব্যাটসম্যান হিসেবে চেতেশ্বর পূজারাকে খেলাতাম। ওর টেকনিক এবং ধৈর্য আছে টেস্ট ক্রিকেটে সফল হওয়ার।’’ কিন্তু কার জায়গায় খেলানো হবে পূজারাকে? গাওস্করের জবাব, ‘‘সেটা পিচ দেখে ঠিক করতে হবে। পিচ যদি সবুজ না হয়, তা হলে আমি উমেশ যাদবকে বসিয়ে পূজারাকে খেলাব। হার্দিককে দলে রেখে দেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Hardik Pandya Kapil Dev Sunil Gavaskar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE