Advertisement
০২ মে ২০২৪

ভারতকে ‘বাউন্সার’ পাকিস্তান পেসারের

গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পরে আবার দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। এ বার লড়াই মরুশহর সংযুক্ত আরব আমিরশাহির দুবাই এবং আবু ধাবিতে। যেখানে ১৯ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার ভারত

হাসান আলি।ফাইল চিত্র।

হাসান আলি।ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৫৮
Share: Save:

এশিয়া কাপের প্রথম বল পড়তে এখন সপ্তাহ দেড়েক বাকি। কিন্তু তার আগেই ভারতের বিরুদ্ধে ‘মাঠে’ নেমে পড়লেন পাকিস্তানের পেসার হাসান আলি। বৃহস্পতিবার লাহৌরে সাংবাদিকদের তিনি পরিষ্কার বলে দিলেন, পাকিস্তানের বিরুদ্ধে চাপে থাকবে ভারতই।

গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পরে আবার দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। এ বার লড়াই মরুশহর সংযুক্ত আরব আমিরশাহির দুবাই এবং আবু ধাবিতে। যেখানে ১৯ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার ভারত। যে ম্যাচ নিয়ে পাক পেসার আলি বলছেন, ‘‘আমরাই এখন এগিয়ে আছি। গত বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পরে ভারতই এ বার চাপে থাকবে।’’ আলি আরও বলছেন, ‘‘সংযুক্ত আরবআমিরশাহি মানে আমাদের ঘরের মাঠ। আমরা দীর্ঘদিন ধরে ওখানে খেলছি। আমরা জানি ওখানকার পরিবেশ, পরিস্থিতি কী ভাবে কাজে লাগাতে হয়।’’

এশিয়া কাপে বিরাট কোহালিকে ছাড়াই খেলতে যাচ্ছে ভারত। আলি নিশ্চিত, কোহালির অনুপস্থিতি ভোগাবে রোহিতদের। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল বল করা এই পেসার বলছেন, ‘‘সবাই জানে বিরাট কোহালি কী ধরনের ক্রিকেটার। ও যে এক জন ম্যাচ উইনার, সে কথা মনে করিয়ে দেওয়ার দরকার নেই। কিন্তু বিরাট তো এশিয়া কাপে খেলছে না। ওর জায়গায় যে খেলবে, সে বিরাটের মতো চাপ নাও নিতে পারে। এ ব্যাপারটাও আমাদের সুবিধে করে দেবে।’’

ভারতের বিরুদ্ধে ম্যাচে কী লক্ষ্য রাখছেন সামনে? আলি বলছেন, ‘‘ভারত ভাল দল। কিন্তু আমি যখন মাঠে নামব, তখন লক্ষ্য থাকবে ভারতের দশটা উইকেটই নেওয়ার। ম্যাচে পাঁচটা নয়, আমি দশটা উইকেটই চাই। আর তার পরে বিশ্বজুড়ে আমার ভক্তদের খুশি করতে চাই উৎসব করে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket India Pakistan Hasan Ali Asia Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE