Advertisement
০৩ মে ২০২৪

ঢাকার প্রিমিয়ার ডিভিশনে খেলার ছাড়পত্র পেলেন না হাশিম আমলা, শোয়েব মালিক !

২২ এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ক্লাব ক্রিকেটের এই আকর্ষনীয় আসরকে সামনে রেখে আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদের পেতে উন্মুখ ক্লাবগুলো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ( আইপিএল) কারণে ভারত,ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের আশা ছেড়ে দিয়েছে ঢাকার প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলো।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৬ ১৪:২২
Share: Save:

২২ এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ক্লাব ক্রিকেটের এই আকর্ষনীয় আসরকে সামনে রেখে আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদের পেতে উন্মুখ ক্লাবগুলো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ( আইপিএল) কারণে ভারত,ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের আশা ছেড়ে দিয়েছে ঢাকার প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলো। নিরাপত্তা নিয়ে আশঙ্কার ‘অজুহাতে’ গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া। এ’বারেও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেনীর ক্রিকেটারদের কাউকেই ক্রিকেট অস্ট্রেলিয়া ছাড়পত্র দিবে না, প্লেয়ার্স এজেন্টদের কাছ থেকে সে বার্তা পেয়েছে ক্লাবগুলো। বাধ্য হয়ে আসন্ন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের তারকা ক্রিকেটারদের দিকেই ঝুঁকছে ক্লাবগুলো। তবে মে মাসে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ইংল্যান্ড সফর থাকায় সে দেশের সম্ভাব্য টেস্ট স্কোয়াডের কাউকে পাচ্ছে না ঢাকার ক্লাবগুলো। নিজেদের ঘরোয়া ক্রিকেটের নতুন আসর পাকিস্তান সুপার কাপ নিয়ে এখন মেতেছে পাকিস্তান। তাই কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের কাউকে ঢাকার ক্লাব ক্রিকেটে খেলতে খেলার অনুমতি দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড ( পিসিবি)। ইংল্যান্ডে এখন কাউন্টি ক্রিকেট চলায় ইংলিশ ক্রিকেটারদেরও পাচ্ছে না ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ক্লাবগুলো।

পাকিস্তান টেস্ট অধিনায়ক মিসবাহ-কে পেতে কম চেষ্টা করেনি ব্রাদার্স। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের কারণে তিনিওখেলতে পারছেন না। পরিবর্তে হৈ চৈ ফেলে দিতে হাশিম আমলাকে ম্যাচ প্রতি ৬ হাজার ডলার দিয়েছিল ব্রাদার্স। ব্রাদার্স ইউনিয়নের হয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলতে রাজি ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং সেনশেসন হাশিম আমলা। তার জন্য বিজনেস ক্লাসে সাড়ে ৩ লাখ টাকায় বিমানের টিকিট এবং হোটেল লা মেরিডিয়ানে বুকিংটাও করে রেখেছিল ব্রাদার্স ইউনিয়ন। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট তাকে ঢাকার ঘরোয়া ক্রিকেটে খেলতে ছাড়পত্র না দেওয়ায় বিকল্প বিদেশী ক্রিকেটার খুঁজে নিতে হয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। বাধ্য হয়ে ম্যাচ প্রতি ৩ হাজার মার্কিন ডলারে লিগের প্রথম রাউন্ড থেকে ব্রাদার্সে খেলতে আসছেন জিম্বাবোয়ের শন উইলিয়ামস। পাকিস্তান অল রাউন্ডার শোয়েব মালিককে পেতে ম্যাচ প্রতি ৫ হাজার ডলার দিতেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের। তবে প্রাইম ব্যাঙ্ককে কথা দিয়েও শেষ পর্যন্ত পিসিবি-র ছাড়পত্র না পাওয়ায় প্রিমিয়ার ডিভিশনে খেলতে পারবেন না এবার পাকিস্তান অল রাউন্ডার শোয়েব মালিক।

আরও পড়ুন-বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হারের যাবতীয় দায় আমার: মাহমুদুল্লাহ

এদিকে ২০১৩-১৪ ক্রিকেট মরসুমে ম্যাচ প্রতি ৫ হাজার ডলারে প্রাইম ব্যাঙ্কের হয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সর্বাধিক রান সংগ্রাহক ইংলিশ ব্যাটসম্যান রবি বোপারাকে এবার আরো বড় অফারে পেতে চেয়েও নিরাশ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ক্লাবটিকে কথা দিয়েও শেষ পর্যন্ত ইংলিশ কাউন্টি লিগকে গুরুত্ব দিয়ে শেখ জামালের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এই ব্যাটসম্যান। প্রথম রাউন্ড থেকে প্রিমিয়ার ডিভিশনের নবাগত গাজী গ্রুপ পাচ্ছে পাকিস্তানি ক্রিকেটার সঈদ আনোয়ার জুনিয়রকে। অনোন্যপায় হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সর্বাধিক ১৭ বারের চ্যাম্পিয়ন আবাহনী লিগের শুরুতে শ্রীলঙ্কান অল রাউন্ডার চামারা কাপুগেদারাকে উড়িয়ে আনছে। তাও আবার ম্যাচ প্রতি ৫ হাজার মার্কিন ডলার চুক্তিতে !

মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে ঢাকা আসছেন শ্রীলঙ্কা দল থেকে বাদ পড়া টপ অর্ডার উপল থেরাঙ্গা। তাঁকে পেতেও ম্যাচপ্রতি ৫ হাজার ডলার গুনতে হবে ঐতিব্যাহী এই ক্লাবটিকে। প্রথম তিন রাউন্ডে তাঁকে পাবে মোহামেডান । অবশিষ্ট রাউন্ডগুলোতে আফগান অধিনায়ক মোহাম্মদ নবী খেলবেন বলে কথা দিয়েছেন মোহামেডানকে। ম্যাচপ্রতি ৩ হাজার ডলার নিচ্ছেন তিনি। এদিকে গত বারের রানার্স আপ প্রাইম দোলেশ্বরের হয়ে ঢাকায় আসার কথা শ্রীলঙ্কার দ্বিতীয় সারির উইকেট কিপার কাম ব্যাটসম্যান এহসান লাহিরু মিলান্থার। ম্যাচ প্রতি আড়াই হাজার ডলারে তাঁকে পেয়ে বেজায় খুশি ক্লাবটি। প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের ভাগ্যটা একটু ভাল। লিগের প্রথম ৪ ম্যাচের জন্য তাঁরা শ্রীলঙ্কার দিলশান মুনাবীরাকে। অবশিষ্ট রাউন্ডগুলোতে প্রাইম ব্যাঙ্কে দেখা যাবে পাকিস্তানের নাসির জামসেদকে। কলাবাগান ক্রীড়াচক্র ইতিমধ্যে পেয়ে গেছে জিম্বাবোয়ে টপ অর্ডার অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাদজাকে। ভিক্টোরিয়ার হয়ে এবার খেলতে দেখা যাবে শ্রীলঙ্কান চাতুরঙ্গা ডি সিলভাকে। এবার লেজেন্ডস অব রূপগঞ্জে দেখা যাবে বিপিএল থ্রি’র পারফর্মার পাকিস্তানের আসহার জাইদিকে। কম বাজেটের দল কলাবাগান একাডেমি এবং সিসিএস বিদেশি ক্রিকেটার ছাড়াই লিগ খেলার সিদ্ধান্ত নিয়েছে। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অতীতে খেলে যাওয়া বিদেশি ক্রিকেটারদের দিতে হয়নি আয়কর। এবার জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর) কঠোর হয়েছে। ঢাকার প্রিমিয়ার ডিভিশনে ক্রিকেটারদের প্রাপ্ত সম্মানীর অঙ্ক জানিয়ে দেয়া বাধ্যতামূলক ক্লাবগুলোর, সেই সঙ্গে তাদের ট্যাক্সটাও দিতে হবে এনবিআরকে জমা। এ তথ্য দিয়েছেন প্রিমিয়ার ডিভিশনের কো অর্ডিনেটর আমিন খান।‘‘ বিদেশি ক্রিকেটারদের আয়ের পরিমান জানানো বাধ্যতামূলক, মন্ত্রণালয় থেকে এমন নির্দেশ দেয়া হয়েছে। এই বিষয়টিও ক্লাবগুলোকে জানানো হবে।’’ বলেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dhaka cricket dhaka premier league
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE