Advertisement
E-Paper

বোর্ডের দ্বারস্থ হতে পারেন ক্ষিপ্ত হাসিন

যাঁকে নিয়ে এত অভিযোগ, সেই শামি নাকি বুধবার গভীর রাতে ফোন করেছিলেন হাসিনের আইনজীবী জাকির হুসেন-কে। এই দাবি করে আইনজীবী বলছেন, ‘‘শামি ব্যাপারটা মিটিয়ে নেওয়ার অনুরোধ করেছিল গত রাতেও। কিন্তু ও শেষ পর্যন্ত আসেনি। তাই আইনি পথ নিতেই হল।’’

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৮ ০৫:০৫
ক্ষোভ: মেয়ে কোলে হাসিন। বৃহস্পতিবারও শামির বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ আনলেন তিনি। নিজস্ব চিত্র

ক্ষোভ: মেয়ে কোলে হাসিন। বৃহস্পতিবারও শামির বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ আনলেন তিনি। নিজস্ব চিত্র

স্বামীর বিরুদ্ধে শুধু পুলিশে এফআইআর দায়ের করেই থেমে থাকতে চাইছেন না মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। পরবর্তী পদক্ষেপ হিসেবে ভাবছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হওয়ার কথাও। গোটা বিষয়টি নিয়ে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করবেন বলে জানিয়েছেন হাসিন।

বৃহস্পতিবার সন্ধেয় লালবাজার থেকে বেরিয়ে সে কথাই জানিয়েছেন শামি-পত্নী। তাঁর কথায়, ‘‘কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান গুরুত্ব দিয়ে আমার কথা শুনেছেন। আশ্বাস দিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার। এ বার, ভারতীয় ক্রিকেট বোর্ডেও লিখিত অভিযোগ জানাতে চাই। কারণ, ইতিমধ্যেই বোর্ড এ ব্যাপারে জানতে চেয়েছে আমার আইনজীবীর কাছে।’’

এ দিন সন্ধে ছ’টা নাগাদ তাঁর আইনজীবী জাকির হুসেন-কে নিয়ে লালবাজারে আসেন হাসিন। গোয়েন্দা প্রধানের সঙ্গে আধঘণ্টা কথা বলে লিখিত অভিযোগ জমা দেন তিনি। সাংবাদিকদের হাসিনের আইনজীবী বলেন, ‘‘পুলিশকে সব অভিযোগ প্রমাণ-সহ জানালাম। সব অভিযোগই জামিন অযোগ্য। ফলে শামি-র গ্রেফতার হওয়ার সম্ভাবনা প্রবল।’’

পুলিশের কাছে নিজের ‘সেলেব্রিটি’ স্বামীর সম্পর্কে যে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন হাসিন, তা আনন্দবাজার-এর হাতে এসেছে ইতিমধ্যেই। গোয়েন্দা প্রধানকে শামির স্ত্রী জানিয়েছেন, ‘বিয়ের আগে বিজ্ঞাপনের জগতে কাজ করতাম। নিজের অতীত ও পরিবার সম্পর্কে সব কথাই জানিয়েছিলাম শামিকে। তখন ও আশ্বাস দিয়েছিল বিয়ের পরেও আমি কাজ করতে পারব। কিন্তু অদ্ভুত ভাবে বিয়ের পরেই শামি আমাকে কাজ ছাড়তে বাধ্য করে।’

হাসিনের আরও অভিযোগ, শামির পরিবারের সঙ্গে সমাজবিরোধীদের যোগাযোগ রয়েছে। অভিযোগপত্রে তিনি লিখেছেন, ‘আমার ভাসুর হাসিব আহমেদ-এর নামে ফৌজদারি মামলা রয়েছে উত্তরপ্রদেশের দাদোলি থানায়। এই ব্যক্তি তিন সমাজবিরোধী রিয়াজ আলম, ইনামুল হাসান এবং মহম্মদ আলি-র সঙ্গে যোগাযোগ রাখেন।’ যদিও উত্তরপ্রদেশের বাড়িতে বসে টিভি সাক্ষাৎকারে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মহম্মদ শামি।

নিজের স্বামীর সম্পর্কে হাসিনের অভিযোগ, ‘আমার স্বামী সম্প্রতি আমাকে ও কন্যা আইরা-কে দেখভাল করছিল না। শ্বশুরবাড়ি থেকেও চাপ দেওয়া হচ্ছিল যাতে শামি আমাকে ছেড়ে বিবাহবিচ্ছেদের পথে হাঁটে।’ শামির স্ত্রী অভিযোগপত্রে আরও লিখেছেন, ‘গত ৭ ডিসেম্বর শামির সঙ্গে উত্তরপ্রদেশে তাঁর গ্রামের বাড়িতে যাই। কিন্তু সেখানে আমার স্বামী ওর দাদার সঙ্গে ঘনিষ্ঠ হতে জোর-জবরদস্তি করে। এর পরেই আমাকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মেরে ফেলার চেষ্টা হয়েছিল। কিন্তু ভাগ্যের জোরে আমি নিজের প্রাণ বাঁচিয়ে ৮ জানুয়ারি কলকাতা ফিরি।’

শামির বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্কের কথাও এ দিন তুলেছেন হাসিন। এফআইআর-এ জানিয়েছেন, ‘নাগপুরের মঞ্জু শর্মা, করাচির আলিশবা-সহ বিভিন্ন দেশের একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রাখেন শামি। যা জেনে আমি প্রতিবাদ করলে গত ২৩ ফেব্রুয়ারি আমাকে মারধর করে আমার স্বামী।’ যার জবাবে শামি এ দিন বলেছেন, ‘‘অভিযোগ আগে প্রমাণ করতে হবে।’’

বৃহস্পতিবার-এ আনন্দবাজার পত্রিকায় শামির স্ত্রী অভিযোগ জানিয়েছিলেন, পাকিস্তানের এক মহিলার বিরুদ্ধে। এফআইআর-এ সে কথাও উল্লেখ করে হাসিন লিখেছেন ‘দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে ভারতে আসার পথে দুবাইয়ে ছিল শামি। সেখানে পাকিস্তানের নাগরিক আলিশবা-র সঙ্গে ঘনিষ্ঠ ভাবে মেলামেশা করেন তিনি। যা জানতে পারি ২৩ ফেব্রুয়ারি রাতেই। ওর গাড়ি থেকে কিছু কাগজপত্র খুঁজতে গাড়ির চাবি আমাকে দেয় শামি। তখনই ওঁর একটা মোবাইল হ্যান্ডসেট (যার নম্বর +৪৪৭৮৬৪৯০৫৫৫৬ এবং এটি ইংল্যান্ডের নম্বর) খুঁজে পাই। কিন্তু সেই ফোন অন করেই আমি আবিষ্কার করি দেশ-বিদেশের একাধিক মহিলাদের সঙ্গে শামির সম্পর্ক রয়েছে। এ ছাড়াও তাদের সঙ্গে শামির অশ্লীল ছবি-আদানপ্রদান, যৌন-ইঙ্গিতপূর্ণ কথাবার্তা চলছে বেশ কয়েক মাস ধরেই।’ যদিও হাসিনের এই অভিযোগও এ দিন সর্বভারতীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় উড়িয়ে দিয়েছেন শামি।

হাসিন বলেন, ‘‘সব অত্যাচার সয়েও কন্যা সন্তানের মুখ চেয়ে এত দিন কোনও অভিযোগ করিনি। ভেবেছিলাম স্বামীর এক দিন বোধোদয় হবে। কিন্তু যখন আমার স্বামী বলে, সে আলিশবা-কে বিয়ে করে আমাকে রক্ষিতা হিসেবে রাখতে চায়, তখন আইনি পথ নেওয়া ছাড়া আমার কোনও রাস্তা ছিল না। একই সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমার পোস্ট কেন মুছে দিয়ে ব্লক করা হল, তা-ও জানিয়েছি পুলিশকে।’’

যাঁকে নিয়ে এত অভিযোগ, সেই শামি নাকি বুধবার গভীর রাতে ফোন করেছিলেন হাসিনের আইনজীবী জাকির হুসেন-কে। এই দাবি করে আইনজীবী বলছেন, ‘‘শামি ব্যাপারটা মিটিয়ে নেওয়ার অনুরোধ করেছিল গত রাতেও। কিন্তু ও শেষ পর্যন্ত আসেনি। তাই আইনি পথ নিতেই হল।’’

Mohammed Shami Cricketer Hasin Jahan Cricket Cheating Case Extra Marital Affairs মহম্মদ শামি হাসিন জাহান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy