Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৩ মে ২০২২ ই-পেপার

URL Copied
Something isn't right! Please refresh.

লা লিগা

সুয়ারেসের দুরন্ত হ্যাটট্রিকে উৎসব ইস্টবেঙ্গল মাঠেও

এই প্রথম কলকাতায় জায়ান্ট স্ক্রিনে দেখানো হল এল ক্লাসিকো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিয়োনেল মেসি না থাকলেও রবিবার রাত পৌনে ন’টার সময় দেখা গেল ইস

নিজস্ব সংবাদদাতা
২৯ অক্টোবর ২০১৮ ০৪:২৪
Save
Something isn't right! Please refresh.
গোল করার পথে সুয়ারেস।—ছবি রয়টার্স।

গোল করার পথে সুয়ারেস।—ছবি রয়টার্স।

Popup Close

বার্সেলোনা ৫ রিয়াল মাদ্রিদ ১

ফিলিপে কুটিনহোর শটটা রিয়াল মাদ্রিদের জালে জড়িয়ে যেতেই গর্জে উঠলেন দর্শকরা। না, ক্যাম্প ন্যু নয়, ইস্টবেঙ্গল মাঠ! লুইস সুয়ারেসের ঝড়ে উড়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ডিফেন্স, গর্জে উঠছে কলকাতার মানুষ! লিয়োনেল মেসিকে দেখানো হচ্ছে জায়ান্ট স্ক্রিনে, ডেসিবেলের মাত্রা ভাঙছে ময়দানে!

এই প্রথম কলকাতায় জায়ান্ট স্ক্রিনে দেখানো হল এল ক্লাসিকো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিয়োনেল মেসি না থাকলেও রবিবার রাত পৌনে ন’টার সময় দেখা গেল ইস্টবেঙ্গল মাঠের দুই-তৃতীয়াংশ ভরিয়ে দিয়েছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। তার মধ্যে বেশির ভাগই যে বার্সা সমর্থক, সেটা বোঝা গেল কুটিনহোর গোলের পরেই। তার পরে সুয়ারেসের হ্যাটট্রিকে মজে গেলেন বার্সা ভক্তরা। শেষ পর্যন্ত বার্সেলোনা ৫-১ উড়িয়ে দিল রিয়ালকে। শেষ গোলটি আর্তুরো ভিদালের। রিয়ালের একমাত্র গোলদাতা মার্সেলো। এই বিপর্যয়ের পরে রিয়াল কোচ য়ুলেন লোপেতেগির ছাঁটাইয়ের দাবি আরও জোরালো হল।

Advertisement

ম্যাচ চলছে আর গম্ভীর মুখে ভিআইপি জোনে বসে স্টিভ ম্যাকম্যানামান। গম্ভীর হওয়া স্বাভাবিক। তিনি যে বছর পাঁচেক রিয়ালে খেলে এসেছেন। মাদ্রিদের ক্লাবের হয়ে ৯৪টি ম্যাচ খেলা ম্যাকম্যানামান রবিবার সকালে ভবিষ্যদ্বাণী করেছিলেন, বার্সেলোনা জিতবে। কিন্তু স্কোরলাইনটা দেখে তিনিও চমকে যাচ্ছেন। দলের লজ্জার আত্মসমর্পণের পরে রাতে ইংল্যান্ডের প্রাক্তন এই ফুটবলার বলেন, ‘‘লজ্জার হার। বার্সেলোনা দুরন্ত খেলেছে। সুয়ারেজ ওর সেরা খেলা খেলল। ভাবতে পারছি না রিয়াল এখান থেকে কোথায় যাবে। ওদের কোচের কী অবস্থা হবে। তবে এর পরে লোপেতেগির থাকা কঠিন।’’ পুরনো দলের হারে দুঃখ পেলেও ক্লাসিকো নিয়ে স্থানীয় মানুষের উৎসাহ দেখে মুগ্ধ হয়েছেন ম্যাকম্যানামান। বলে গেলেন, ‘‘দারুণ লাগল কলকাতার মানুষের সঙ্গে খেলে দেখে।’’সদ্যোজাত ছেলেকেই গোল উৎসর্গ করেন সুয়ারেস। রবিবারের ম্যাচের নায়ককে নিয়ে ইস্টবেঙ্গল মাঠে উচ্ছ্বাসে ভাসল বার্সা সমর্থকেরা। ছবি: শৌভিক দে

ম্যাকম্যানাম্যানের মতো হতাশ রিয়াল সমর্থকেরাও। অনেকের দাবি এখনই সরানো হোক লোপেতেগিকে। রিয়াল কোচ অবশ্য ম্যাচের পরে বলেছেন দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারেন তিনিই। টানা তিন ম্যাচে হেরে লিগ টেবলে ন’নম্বরে নেমে যাওয়ার পরেও লোপেতেগি বলছেন, ‘‘এ রকম হার মেনে নেওয়া খুব কঠিন। তবে দলকে উঠে দাঁড় করানোর মতো শক্তি আমার রয়েছে। দলের উপরে বিশ্বাস হারাচ্ছি না।’’Something isn't right! Please refresh.

আরও পড়ুন

Advertisement