বার্সেলোনা ৫ রিয়াল মাদ্রিদ ১
ফিলিপে কুটিনহোর শটটা রিয়াল মাদ্রিদের জালে জড়িয়ে যেতেই গর্জে উঠলেন দর্শকরা। না, ক্যাম্প ন্যু নয়, ইস্টবেঙ্গল মাঠ! লুইস সুয়ারেসের ঝড়ে উড়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ডিফেন্স, গর্জে উঠছে কলকাতার মানুষ! লিয়োনেল মেসিকে দেখানো হচ্ছে জায়ান্ট স্ক্রিনে, ডেসিবেলের মাত্রা ভাঙছে ময়দানে!
এই প্রথম কলকাতায় জায়ান্ট স্ক্রিনে দেখানো হল এল ক্লাসিকো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিয়োনেল মেসি না থাকলেও রবিবার রাত পৌনে ন’টার সময় দেখা গেল ইস্টবেঙ্গল মাঠের দুই-তৃতীয়াংশ ভরিয়ে দিয়েছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। তার মধ্যে বেশির ভাগই যে বার্সা সমর্থক, সেটা বোঝা গেল কুটিনহোর গোলের পরেই। তার পরে সুয়ারেসের হ্যাটট্রিকে মজে গেলেন বার্সা ভক্তরা। শেষ পর্যন্ত বার্সেলোনা ৫-১ উড়িয়ে দিল রিয়ালকে। শেষ গোলটি আর্তুরো ভিদালের। রিয়ালের একমাত্র গোলদাতা মার্সেলো। এই বিপর্যয়ের পরে রিয়াল কোচ য়ুলেন লোপেতেগির ছাঁটাইয়ের দাবি আরও জোরালো হল।