হ্যাটট্রিক পাওয়া সত্ত্বেও অস্ট্রেলিয়াকে জেতাতে পারলেন না পেসার জোস হ্যাজলউড। রবিবার ইডেনে প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ তাদের হারায় তিন উইকেটে। তাও আবার ক্যারিবিয়ান দলের ব্যাটিংয়ের প্রধান অস্ত্র ক্রিস গেইল এ দিন ব্যাট করতেই নামেননি।
অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ১৬১-৯-এ ইনিংস শেষ করে চলে যাওয়ার পর চতুর্থ ওভারে পরপর তিন বলে জ্যাসন হোল্ডার, মারলন স্যামুয়েলস ও ডোয়েন ব্র্যাভোকে আউট করার পর ওয়েস্ট ইন্ডিজ ১৮-৩ হয়ে যায়।
এর পর ড্যারেন স্যামির ২৮ বলে ৫০, আন্দ্রে রাসেলের ১৯ বলে ২৯ ও চার্লস ব্র্যাথওয়েটের ১৪ বলে ৩৩ ওয়েস্ট ইন্ডিজকে জেতায়।শেন ওয়াটসন অস্ট্রেলিয়ার হয়ে এ দিন ৩৯ বলে ৬০ করেন। চারটি করে চার ও ছয় মেরে। কিন্তু তিনি আউট হওয়ার পরই ৫৫ রানে অস্ট্রেলিয়ার শেষ সাতটি উইকেট পড়ে যায়। এর মধ্যে আবার তিন বার ক্যাচও ফেলেন ক্যারিবিয়ান ফিল্ডাররা।
ম্যাচের পর হ্যাজলউডের আফসোস, ‘‘শুরুতে নতুন বলে গুড লেংথে ফেলে পরপর তিনটে উইকেট পেয়ে যাই। পরে ওরা খুব ভাল ব্যাটিং করেছে। ওদের কৃতিত্ব দিতেই হবে। তবে আমাদের ব্যাটিং আরও ভাল হতে পারত।’’