Advertisement
০২ মে ২০২৪
Sports News

বুকে ব্যথা, মাঠ ছাড়তে হল পার্নেলকে

হৃদরোগে আক্রান্ত হওয়ার হাত থেকে কোনও রকমে রক্ষা পেলেন সাউথ আফ্রিকান অল-রাউন্ডার ওয়েন পার্নেল। মঙ্গলবার টনটনে কেন্টের হয়ে সমারসেটের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন পার্নেল।

ওয়েন পার্নেল। ছবি: সংগৃহীত।

ওয়েন পার্নেল। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ মে ২০১৭ ১৭:৪০
Share: Save:

হৃদরোগে আক্রান্ত হতে পারতেন। কিন্তু সঙ্গে সঙ্গে চিকিৎসা হওয়ায় রক্ষা পেলেন তিনি। সাউথ আফ্রিকান অল-রাউন্ডার ওয়েন পার্নেল মাঠ ছাড়লেন বুকে ব্যথা নিয়ে। মঙ্গলবার টনটনে কেন্টের হয়ে সমারসেটের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন পার্নেল।মাত্র ৪ ওভার বল করার পরই বুকে ব্যথা অনুভব করেন সাউথ আফ্রিকান এই বিশ্বকাপার। সঙ্গে অস্বাভাবিক বেশি ছিল ‘পালস রেট’। সঙ্গে সঙ্গেই মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় পার্ণেলকে। কেন্ট টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে শারীরিক অসুস্থতার কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ওয়েন। কেন্টের এক মেডিক্যাল অফিসার বলেন, ‘‘কিছু পরীক্ষার পরই মাঠে ফেরার জন্য জোড় করে পার্নেল, কিন্তু আমরা সেটা মেনে নিইনি। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড ওয়েনের শারীরিক অবস্থার উপর নজর রাখছে। পরে ক্রিকেট বোর্ডের ডাক্তারদের সঙ্গে আলোচনা করেই চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়া হবে।’’

আরও খবর: চ্যাম্পিয়ন্স ট্রফির দল এখনই ঘোষণা করতে বোর্ডকে নির্দেশ সিওএ-র

প্রসঙ্গত, পার্নেলের হৃদরোগের সমস্যা এই প্রথম নয়। এর আগেও ২০১৩ সালে ইন্ডিয়া এ-এর বিপক্ষে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ২ রাত হাসপাতালে কাটাতে হয়েছিল পার্নেলকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wayne Parnell South Africa Cricket Cricketer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE