Advertisement
E-Paper

নয়া এই শটের নাম ‘হেলিস্কুপ’, দেখুন ভিডিও

কেভিন পিটারসন, বীরেন্দ্র সহবাগের মত মহাতারকাদের তৈরি করা ট্রেডমার্ককে ছাপিয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া এক ব্যাটসম্যানের ভিডিও ক্লিপিংস।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৭ ১৯:১৭
নতুন এই শটকে নিয়েই হইচই শুরু হয়েছে ক্রিকেট সার্কিটে। ছবি: তাব্রিজ শেখের টুইটার সৌজন্যে।

নতুন এই শটকে নিয়েই হইচই শুরু হয়েছে ক্রিকেট সার্কিটে। ছবি: তাব্রিজ শেখের টুইটার সৌজন্যে।

ক্রিকেট সার্কিটে টি২০ ক্রিকেটের সংযোজনের পর অনেকটাই বদলে গিয়েছে আধুনিক ক্রিকেট। সংযোজন হয়েছে বিভিন্ন ব্যাকরণ বহিঃর্ভূত শটের। কেভিন পিটারসনের সুইচ হিট থেকে শ্রীলঙ্কার প্রাক্তন মহাতারকা তিলকরত্ন দিলসানের দিলস্কুপ, বীরেন্দ্র সহবাগের আপার-কাট, তৈরি করেছে নয়া ব্যাটিং ঘরানা।

আরও পড়ুন: বিধ্বস্ত দেল পোত্রো, ১৬তম গ্র্যান্ড স্ল্যাম থেকে এক ম্যাচ দূরে নাদাল

আরও পড়ুন: রাফার রিটার্ন, আমি রজারের বয়ফ্রেন্ড নাকি!

কিন্তু এই সকল মহাতারকার তৈরি করা ট্রেডমার্ককে ছাপিয়ে গেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া এক ব্যাটসম্যানের ভিডিও ক্লিপিংস।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, বোলার যখন নিজের রানআপে তখন আচমকাই দু’বার হাওয়ায় ব্যাট চালাচ্ছেন ওই ব্যাটসম্যান। শুধু হাওয়ায় ব্যাট চালানোই নয়, পায়ের নড়াচড়াতেও অসঙ্গতি ধরা পড়ছে তাঁর। এক কথায় বলতে গেলে, ক্রিজের উপর ব্যাট হাতে নাচছেন তিনি। এই শটটির নাম দেওয়া হয়েছে হেলিস্কুপ।

টুইটারে এক ক্রিকেটপ্রেমি ভিডিওটি আপলোড করেন। আপলোডের কিছু সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। 😂😂😂 (__)

Heliscoop T20 Cricket Twitter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy