Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Nikhat Zareen

Nikhat Zareen: মেরি থেকে নিখাত, মহিলাদের বিশ্ব বক্সিংয়ে ভারতের পদক জয়ের খতিয়ান

মহিলাদের বিশ্ব বক্সিংয়ে আবার সাফল্য ভারতের। দীর্ঘ দিন ধরেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিয়মিত পদক জিতছে ভারত। এ বারও তার ব্যতিক্রম নয়।

সোনা গলায়  জারিন।

সোনা গলায় জারিন। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২২ ২২:৩৩
Share: Save:

বক্সিংয়ের বিশ্বমঞ্চে আবার জয়জয়কার ভারতের। এ বারের মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম সোনা এনে দিলেন নিখাত জারিন। বৃহস্পতিবার ৫২ কেজি বিভাগে হারালেন তাইল্যান্ডের জিতপং জুতামাসকে। এই নিয়ে মহিলাদের বিশ্ব বক্সিংয়ে দশম সোনা হল ভারতের। চতুর্থ মহিলা বক্সার হিসেবে সোনা পেলেন তিনি। বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে দাপট অবশ্য মেরি কমেরই বেশি। ছ’বার বিশ্বসেরা হয়েছেন তিনি। এখনও পর্যন্ত মোট ৩৯টি পদক জিতেছে ভারত।

২০০১-এ প্রথম বার মহিলাদের বিশ্ব বক্সিংয়ে পদক আসে ভারতের। ৪৮ কেজি বিভাগে রুপো জেতেন মেরি। পরের বছরই ৪৫ কেজি বিভাগে সোনা জেতেন তিনি। এ ছাড়াও ব্রোঞ্জ জেতেন কুমারি মীনা (৪৮ কেজি), করণজিৎ কৌর (৭৫ কেজি) এবং জ্যোৎস্না (৯০ কেজি)। ২০০৫-এ পাঁচটি পদক জেতে ভারত। ৪৬ কেজিতে সোনা মেরির। ব্রোঞ্জ জেতেন কল্পনা চৌধরি (৫০ কেজি), সরিতা দেবী (৫৪ কেজি), চেন্থিট্টাইল অশ্বথিমল (৭০ কেজি) এবং জ্যোৎস্না কুমারি (৮৬ কেজি)।

২০০৬ এখনও পর্যন্ত বিশ্ব বক্সিংয়ে ভারতের সবচেয়ে সফল বছর। ৪৬ কেজি বিভাগে মেরির সোনা ছাড়াও সরিতা দেবী (৫২ কেজি), জেনি আরএল (৬৩ কেজি) এবং লেখা কেসি (৭৫ কেজি) সোনা জেতেন। ঊষা নাগিসেট্টি ৫৭ কেজি বিভাগে রুপো পান। ছোটু লোরা (৫০ কেজি), অরুণা মিশ্র (৬৬ কেজি) এবং রেণু গোরা (৮০ কেজি) ব্রোঞ্জ পান। ২০০৮, ২০১০ এবং ২০১৮ সালে পরপর বিশ্ব বক্সিংয়ে সোনা জেতেন মেরি। এ বার সোনা নিখাতের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE