বুধবার কার্ডিফে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ দেখে বাড়ি ফিরছিলেন সৌরভ। ড্রাইভ করছিলেন নিজেই। এমন সময় কিছু পাক সমর্থক জয়ের উল্লাস করতে করতে আচমকা তাঁর গাড়ি ঘিরে ধরেন। গাড়ির সামনে পাকিস্তানের পতাকা রেখে রীতিমতো বিক্ষোভের ঢঙেও দেখা যায় ওই দলের কাউকে কাউকে। কেউ কেউ থাম্বস ডাউন করে মাঠে ভারতকে দেখে নেওয়ার হুঙ্কারও দিতে থাকেন। তবে অনেকে ই আবার কাচ তোলা গাড়ির বাইরে থেকে সৌরভের ছবি তোলারও চেষ্টা করেন।
আরও পড়ুন- ট্রফি জিতুন বিরাট, চান পাক অধিনায়কের মামাও
যাঁকে ঘিরে এই উত্তেজনা, সে সৌরভ কিন্তু এতটুকু উত্তেজিত না হয়ে হাসি মুখেই সামাল দিলেন পরিস্থিতে। গাড়ির ভিতরে বসে হাল্কা হাসির সঙ্গে হাত নেড়ে অভিবাদনও জানান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও প্রকাশ হতেই রীতিমতো ভাইরাল হয়ে ওঠে।