Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Cricket

ধোনি হতে সুশান্ত কী কী করেছিলেন জানেন?

সুশান্ত অনুশীলন শুরু করতেই মোরে বুঝতে পারেন, খুব ভাল ছাত্র পেয়েছেন তিনি।

ঠিক যেন মাহি। ধোনির বায়োপিকে সুশান্ত। ছবি: ভিডিয়ো থেকে।

ঠিক যেন মাহি। ধোনির বায়োপিকে সুশান্ত। ছবি: ভিডিয়ো থেকে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২০ ১৯:৪৩
Share: Save:

রিয়েল লাইফের মহেন্দ্র সিংহ ধোনিকে রিল লাইফে নিপুণ ভাবে ফুটিয়ে তুলেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। নেপথ্যে যিনি না থাকলে, সুশান্তের পক্ষে ‘মাহি’ হয়ে ওঠা সম্ভব হত না, তাঁকে ক্রিকেটপ্রেমীরা একডাকে চেনেন।

তিনি কিরণ মোরে। ভারতের প্রাক্তন উইকেট কিপার। নির্বাচন কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। ‘এমএস ধোনি— দ্য আনটোল্ড স্টোরি’-র জন্য মোরের কাছে আট মাস প্র্যাকটিস করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত।

চেয়েছিলেন, তাঁর করা চরিত্রে যেন কোনও খুঁত না থাকে। রবিবার বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতার রহস্য মৃত্যুতে শোকস্তব্ধ মোরে। টুইট করে দেশের প্রাক্তন উইকেট কিপার লিখেছেন, “ব্যক্তিগত ভাবে এটা আমার কাছ অত্যন্ত দুঃখজনক মুহূর্ত। এমএস ধোনির চরিত্রের জন্য ওকে আমি ট্রেনিং দিয়েছিলাম। এই শোক কী ভাবে আমি কাটিয়ে উঠবো তা জানি না। খুব দ্রুত চলে গেলে বন্ধু।”

আরও পড়ুন: ‘বাইরে থেকে বোঝা কঠিন, মনের ভিতর কী ঝড় চলছিল’, সুশান্তের মৃত্যুতে হতবাক ক্রিকেটমহলও

২০১৬ সালে মুক্তি পেয়েছিল ধোনির বায়োপিক।সুশান্তকে ট্রেনিং দেওয়ার জন্য দেশের প্রাক্তন ক্রিকেটারকে অনুরোধ করেছিলেন ছবির পরিচালক। মোরে খুব কাছ থেকে দেখেছেন ধোনিকে। ভারত এ দলের জিম্বাবোয়ে সফরের জন্য তরুণ ধোনিকে নির্বাচন করেছিলেন মোরে। ছবির পরিচালকও জানতেন, সুশান্তকে ঘষেমেজে ‘ধোনি’ বানাতে পারেন মোরেই।

গোড়ার দিকে সুশান্ত সম্পর্কে কোনও ধারণাই ছিল না তাঁর। সুশান্ত কোনওদিন ক্রিকেট খেলেছেন কিনা, তা জানতেন না। অভিনেতার ফিটনেস লেভেল সর্ম্পকেও সম্যক ধারণা ছিল না প্রাক্তন উইকেট কিপারের। তার উপরে কিপিং করানোর ঝুঁকিও ছিল। যে কোনও মুহূর্তে চোট লেগে যাওয়ার ভয় ছিল।

কিন্তু সুশান্ত অনুশীলন শুরু করতেই মোরে বুঝতে পারেন, খুব ভাল ছাত্র পেয়েছেন তিনি। সকাল সাড়ে ছ’টা থেকে সাড়ে দশটা পর্যন্ত অনুশীলন করতেন সুশান্ত। একটা সেশনে চারশোটা বল ব্যাট করতেন। ১৫০-২০০টা বল কিপিং করতেন। গোড়ার দিকে কিপিং করতে সমস্যায় পড়তেন সুশান্ত। কারণ বলিউড অভিনেতার উচ্চতা বেশ ভালই। সুশান্ত কতটা উন্নতি করছেন, তা পনেরো দিন অন্তর দেখা হত।

অল্প বয়স থেকে ক্রিকেট শেখা এক রকম আর তিরিশ উত্তীর্ণ কাউকে খেলা শেখানো সম্পূর্ণ অন্য ব্যাপার। তাও আবার বিশ্বখ্যাত এক ক্রিকেটারকে ছবিতে তুলে ধরা। সেই ক্রিকেটার যদি ধোনি হন, তা হলে তো আরও চ্যালেঞ্জিং। ধোনির মারা হেলিকপ্টার শট, দুই উইকেটের মাঝে দৌড়নো নিখুঁত ভাবে রপ্ত করেছিলেন সুশান্ত। তার জন্য অনেক ঘাম ঝরাতে হয়েছিল তাঁকে। সিনেমাটি মুক্তি পাওয়ার দিনকয়েক আগে মজা করে মোরে বল‌েছিলেন, ‘‘ধোনি ছাড়া কেউই সুশান্তের মতো এখন হেলিকপ্টার শট মারতে পারবে না।’’

আরও পড়ুন: তারা দেখা ছিল নেশা, মেধাবী ছাত্র, ইঞ্জিনিয়ারিং ছাড়েন অভিনয়ের টানে

সিনেমায় ধোনি-চরিত্র ফুটিয়ে তোলার জন্য প্রশংসিত হয়েছিলেন সুশান্ত। ‘ছিছোরে’ ছবিতে সুশান্ত বার্তা দিয়েছিলেন, আত্মহত্যা কোনও কিছুর সমাধান হতে পারে না। সেই তিনিই মানসিক যন্ত্রণা নিয়ে আত্মঘাতী হলেন রবিবার। মানসিক যন্ত্রণা, অবসাদের কথা সুশান্ত জানাতেই পারতেন বিশ্বজয়ী অধিনায়ককে। সেই সুযোগও ছিল সুশান্তের কাছে। বায়োপিক করার সময়ে দু’ জনের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। বহু কঠিন ম্যাচ জেতা ধোনির কাছ থেকে জীবনযুদ্ধে জেতার মন্ত্রটা পেলে এ ভাবে হয়তো চলে যেতে হত না সুশান্তকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE