Advertisement
০৫ মে ২০২৪
Gurmeet Ram Rahim Singh

‘আমার পরামর্শেই ফর্মে ফেরে বিরাট’, দাবি এই ধর্মগুরুর

মাঠে নামলেই সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরির বন্যা বইছে তাঁর ব্যাট থেকে। একে একে পেরিয়ে যাচ্ছেন মাইলস্টোন। টানা চার সিরিজে চার ডাবল সেঞ্চুরি করে টপকেছেন ব্র্যাডম্যান, দ্রাবিড়কে। নেতৃত্বে আসার পর থেকে যেন আরও বিধ্বংসী হয়ে উঠেছেন বিরাট কোহালি। গত এক বছরে তাঁর পারফরম্যান্সের গ্রাফ কেবলই ঊর্ধ্বমুখী।

বিরাট আশীর্বাদ!

বিরাট আশীর্বাদ!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:২৬
Share: Save:

মাঠে নামলেই সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরির বন্যা বইছে তাঁর ব্যাট থেকে। একে একে পেরিয়ে যাচ্ছেন মাইলস্টোন। টানা চার সিরিজে চার ডাবল সেঞ্চুরি করে টপকেছেন ব্র্যাডম্যান, দ্রাবিড়কে। নেতৃত্বে আসার পর থেকে যেন আরও বিধ্বংসী হয়ে উঠেছেন বিরাট কোহালি। গত এক বছরে তাঁর পারফরম্যান্সের গ্রাফ কেবলই ঊর্ধ্বমুখী। তাঁর এই সাফল্যের রহস্য কী? বেশির ভাগ ক্ষেত্রেই এর উত্তর হবে, সংযম। কিন্তু এর পিছনে যে এক অন্য রহস্য আছে, তা এ বার ‘ফাঁস’ করলেন ডেরা সচ্চা সৌদার প্রধান

। দাবি করলেন, খারাপ ফর্মে থাকা বিরাটকে পেপটক দিয়ে ফর্মে ফিরিয়েছেন তিনিই!

স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংহ

সম্প্রতি এক সাক্ষাতকারে এই স্বঘোষিত ধর্মগুরু বলেন, “বিরাট কিছুতেই ওর স্কোরগুলিকে বড় স্কোরে পরিণত করতে পারছিল না। ও আমার কাছে পরামর্শ চেয়েছিল। আমি ওকে বলি আরও বেশি করে প্র্যাকটিস করতে আর শেখার বিষয়ে আরও মনোযাগী হতে। তার পর থেকেই ও ফর্মে ফেরে।” তাঁর এই পরামর্শের পর বিরাট ধন্যবাদও জানিয়েছিলেন বলে দাবি করেন রাম রহিম। বিরাট কোহালি বা তাঁর পরিবারের তরফে অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন- বিশ্বের সেরা দশ ধনী ক্রিকেট বোর্ড কারা জানেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gurmeet Ram Rahim Singh Virat Kohli Century
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE