Advertisement
১৭ মে ২০২৪
Sports News

২০০৭ বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন সচিন

সেই সময় ভারতীয় দলের দায়িত্ব ছিল রাহুল দ্রাবিরের হাতে। ভারতকে বাংলাদেশের পাশাপাশি হারতে হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধেও। যার ফল প্রথম রাউন্ডেই ছিটকে যেতে হয়েছিল ভারতকে।

সচিন তেন্ডুলকর মুম্বইয়ে এক অনুষ্ঠানে। ছবি: পিটিআই।

সচিন তেন্ডুলকর মুম্বইয়ে এক অনুষ্ঠানে। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৭ ১৬:১৫
Share: Save:

গড়াপেটা পরবর্তী সময়ে ২০০৬-০৭ মরসুম যে ভারতীয় ক্রিকেটের সব থেকে খারাপ সময় ছিল তা এত বছর পর স্বীকার করে নিলেন স্বয়ং সচিন তেন্ডুলকর। বিশেষ করে সে বছর বিশ্বকাপে ভারতের জঘন্য পারফরমেন্স। শেষ আটেও পৌঁছতে না পারা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের কাছে হার। এই ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেটে আমূল পরিবর্তন এসেছে। সচিন বলেন, ‘‘আমার মনে হয় ২০০৬-০৭ আমাদের জন্য সব থেকে খারাপ সময় ছিল। ২০০৭ বিশ্বকাপের সুপার আটেও পৌঁছতে পারিনি। সেখান থেকেই আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। নতুন ভাবনা-চিন্তা দিয়ে নতুন ভাবে শুরু হয়েছিল।’’

আরও পড়ুন

এই আচরণের জন্য ম্যাচ ফি-র পঞ্চাশ শতাংশ কাটা গেল শামসির, দেখুন ভিডিও

জম্মু-কাশ্মীর ক্রিকেটে ডামাডোল অব্যাহত, আশঙ্কায় ক্রিকেটাররা

সেই সময় ভারতীয় দলের দায়িত্ব ছিল রাহুল দ্রাবিরের হাতে। ভারতকে বাংলাদেশের পাশাপাশি হারতে হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধেও। যার ফল প্রথম রাউন্ডেই ছিটকে যেতে হয়েছিল ভারতকে। সচিন বলেন, ‘‘আমাদের অনেককিছু পরিবর্তন করতে হত। সেটা আদৌ ঠিক ছিল না ভুল আমরা জানতাম না। কিন্তু রাতারাতি পরিবর্তন সম্ভব ছিল না। ফলাফলের জন্য অপেক্ষা করতে হত।’’ এর পর অবশ্য সব থেকে চ্যালেঞ্জের কথাটাই বলে ফেলেছেন মাস্টার ব্লাস্টার। বলেন, ‘‘যে ভাবে এই সুন্দর ট্রফি হাতে নিতে আমার সময় লেগে গিয়েছিল ২১ বছর।’’ ২০১১তে ধোনির অধিনায়কত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE