বিজেন্দ্র সিংহের বিরুদ্ধে ভারতের মাটিতেই লড়তে চান। সোমবার ভারতীয় মিডিয়ার কাছে তাঁর এমন ইচ্ছাই ব্যক্ত করেছেন ব্রিটিশ পেশাদার বক্সার আমির খান। তবে সেটা মেক্সিকোর কানেলো আলভারেজের বিরুদ্ধে ডব্লিউবিসি খেতাবী লড়াইয়ের পড়। ৭ মে লাস ভেগাসে যে লড়াই ঘিরে ইতিমধ্যেই বক্সিং মহলে আলোড়ন তৈরি হয়েছে। গত বছর বক্সিংয়ের পেশাদার সার্কিটে ঢুকে পড়ার পর এখনও পর্যন্ত অপরাজিতই রয়েছেন বিজেন্দ্র। এ দিন আমির বলেন, ‘‘পেশাদার বক্সিংয়ে ভারতীয় প্রতিভা বিজেন্দ্রর এক জন গুণমুগ্ধ ভক্ত আমি। খুব শীঘ্রই ওর বিরুদ্ধে আমি ভারতে গিয়ে লড়তে চাই।’’ যদিও এ ব্যাপারে বিজেন্দ্রর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।