গেইল-কাণ্ডে সমালোচনার ঝড় চলছেই।
ইয়ান চ্যাপেল ক্যারিবিয়ান ওপেনারকে বিশ্বব্যাপী নির্বাসিত করার ডাক দিলেন। ‘‘আমাদের দেশে ক্রিস গেইলের ওই সম্পূর্ণ অসঙ্গত ব্যবহারকে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিন্দুমাত্র ক্ষমা করা উচিত নয়,’’ বলেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক। চ্যাপেলের দেশের তারকা অলরাউন্ডার শেন ওয়াটসনের মন্তব্যে আবার যেন ঘুরিয়ে গেইলকে প্রশ্রয়ের ইঙ্গিত! ‘‘ওর কাছ থেকে এ ধরনের ব্যবহার প্রত্যাশিতই। গেইলকে যারা চেনে তারা জানে, ও পরে সমস্যায় পড়তে পারে বুঝেও মাঝেমাঝেই অসঙ্গত কাণ্ড ঘটিয়ে বসে। ভুল সময়ে ভুল কথাবার্তা বলে বসে।’’
গেইল অবশ্য আছেন গেইলেই। এ দিন ইন্সটাগ্রামে তিনি অস্ট্রেলিয়ান রুলস ফুটবল লিগের (ফুটি) বল হাতে নিজের ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘পরের বছরই ফুটবল টিমে চুক্তি সই করছি।’
বড় চ্যাপেলের রাগ অবশ্য তাতে কমছে না। ‘‘আমার কোনও সমস্যা নেই যদি ক্রিকেট অস্ট্রেলিয়া ক্লাবগুলোকে নির্দেশ দেয় যে, গেইলকে এ দেশের টুর্নামেন্টের জন্য আর কোনও দিন চুক্তি করা যাবে না। কিংবা যদি আইসিসির কাছে ক্রিকেট অস্ট্রেলিয়া দাবি জানায় যে, গেইলকে সারা বিশ্বে যেন আর খেলতে দেওয়া না হয়,’’ বলেছেন ইয়ান। তাঁর প্রশ্ন, ‘‘এ ছাড়া আপনি একজনের অসঙ্গত কাণ্ড কী ভাবে বন্ধ করতে পারেন?’’
দিনকয়েক আগে বিগ ব্যাশে তাঁর দল মেলবোর্ন রেনেগেডসের ম্যাচ চলাকালীন ক্যামেরার সামনেই গেইল তরুণী সঞ্চালিকাকে বলে বসেছিলেন, ‘‘লজ্জা পেও না। বলো, ম্যাচের পর আমার সঙ্গে ড্রিঙ্ক করতে যাবে?’’ ইতিমধ্যেই যার শাস্তি হিসেবে গেইলের ১০ হাজার মার্কিন ডলার জরিমানা হয়েছে। তবে ওয়াটসন খুব অবাক নন গেইলের এহেন মন্তব্যে।
‘‘গেইলের সঙ্গে আমি বহু দিন খেলেছি। বলা যায় আমার ক্রিকেটজীবনের গোড়া থেকে। সে জন্যই বলছি, ওর এ রকম ব্যবহারটা স্বাভাবিক। আমরা ওকে যারা জানি তারা এটাও জানি যে, ও মাঝেমধ্যেই ভুল সময়ে ভুল কাণ্ড করে বসে। স্বভাবতই যার ফলে ও সমস্যায় পড়ে। কিন্তু ও এ রকমই।’’