গাছের ডালে চুপচাপ বসেছিল একটি গিরগিটি। তা দেখে গাছের ডাল বেয়ে সে দিকে ধেয়ে গেল একটি সাপ। গিরগিটির গায়ে কামড় বসাতেই হল বিপদ। শিকার করতে গিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠল সাপটি। আসলে, সাপটিকে কামড় দিতে দেখে তার গলায় পাল্টা দাঁত বসিয়ে দিয়েছে গিরগিটিটি। সাপের প্রাণবায়ু না বার করা পর্যন্ত ছাড়তে রাজি নয় সে। সাপটিও গাছে ঝুলে থাকা অবস্থায় যন্ত্রণায় ছটফট করে উঠল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ড্যাম নেচার ইউ স্কেয়ারি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, গাছে ঝুলে দুই সরীসৃপ ‘যুদ্ধ’ করছে। একটি গিরগিটি এবং একটি সাপ পরস্পরকে ‘লড়াই’য়ে হারানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাপের গলায় দাঁত বসিয়ে রেখেছে গিরগিটিটি। মুখ হাঁ করে যন্ত্রণায় ছটফট করছে সাপটি। ঘাড় ঘুরিয়ে গিরগিটির এক পায়ে কামড় বসিয়ে দিল সাপটিও। দুই সরীসৃপ পরস্পরের গায়ে কামড় বসিয়ে গাছের ডাল ধরে ঝুলতে লাগল।
সাপটি কামড়ের জ্বালায় ছটফট করতে করতে গিরগিটিটিকে
ছেড়ে দিল। কিন্তু গিরগিটিটি দাঁত চেপে বসিয়ে রাখল সাপের গলায়। সাপটি আবার গিরগিটিকে
কামড়ানোর জন্য এগিয়ে গেল। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। এই ঘটনাটি কবে এবং কোথায়
ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে গিরগিটি এবং সাপের ‘যুদ্ধে’ কে জিতল, তা জানতে
আগ্রহী নেটপাড়ার অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘নিজেদের প্রাণ বাঁচাতে দুই
সরীসৃপই লড়াই চালিয়ে যাচ্ছে। কে যে শেষ পর্যন্ত শিকারে পরিণত হবে, তা বোঝা যাচ্ছে
না।’’