গাছের ডালপালায় সবুজ পাতা দেখা যাচ্ছে না। বরফের কুচিতে গাছপালা ভরে গিয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি সব কিছুই ঢেকে গিয়েছে বরফের পুরু চাদরে। তার মধ্যেই ঝিরিঝিরি করে চলছে ‘বরফের বৃষ্টি’। সপ্তাহান্ত জুড়ে এই মরসুমের প্রথম তুষারপাত হল নিউ ইয়র্কে। সেখানকার জনপ্রিয় পর্যটনস্থল সেন্ট্রাল পার্কও ঢেকে গিয়েছে বরফে। সেই ভিডিয়োই সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘সেন্ট্রাল পার্ক’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বরফের চাদরে ঢেকে গিয়েছে পুরো শহর। কেউ সিঁড়ির ধাপ থেকে বরফ সরাতে ব্যস্ত। কেউ আবার ছেলেমেয়েদের নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন। বরফে খেলাধুলা করছে কচিকাঁচারা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার রাত থেকে এই মরসুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে নিউ ইয়র্কে। সময়ের সঙ্গে সঙ্গে তুষারপাতের প্রাবল্যও বেড়েছে। রবিবার সকাল পর্যন্ত চলেছে টানা তুষারপাত। আবহাওয়া দফতরের দাবি, ২০১৮ সালের পর এই প্রথম মরসুমের প্রথম তুষারপাত এত তাড়াতাড়ি শুরু হল। ভিডিয়োটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এ যেন পুরো বরফের দেশ।’’