Advertisement
০৪ মে ২০২৪

হেরে ইব্রা দুষলেন নিজেদের

কারও পৌষ মাস, কারও সর্বনাশ। এক দিকে, ফুঁসছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। অভিযোগ, নতুন ট্যাকটিক্সে খেলেই নাকি হারতে হল প্যারিস সাঁ জাঁকে। সমর্থকরাও তুলোধোনা করছেন কোচ, তারকাদের— টানা চার বার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ায়।

হতাশ নায়ক।-এএফপি

হতাশ নায়ক।-এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৬ ০৪:০৭
Share: Save:

কারও পৌষ মাস, কারও সর্বনাশ। এক দিকে, ফুঁসছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। অভিযোগ, নতুন ট্যাকটিক্সে খেলেই নাকি হারতে হল প্যারিস সাঁ জাঁকে। সমর্থকরাও তুলোধোনা করছেন কোচ, তারকাদের— টানা চার বার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ায়। অন্য দিকে, উল্লাসের ফোয়ারা ছুটছে ম্যাঞ্চেস্টার সিটি শিবিরে। প্রথম পর্বে অ্যাওয়েতে ২-২ ড্র করে এমনিতেই সুবিধেজনক জায়গায় ছিল সিটি। তার উপর গত রাতে ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে ফিরতি ম্যাচে কেভিন ডে ব্রায়ানের গোলে ১-০ জিতে প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে উঠল। যার পরে সিটির আসন্ন বিদায়ী কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি, যিনি মরসুম শেষে পেপ গুয়ার্দিওলার হাতে দলের কোচের দায়িত্ব তুলে দিতে চলেছেন, বলেন, ‘‘ইউরোপে ভাল পারফর্ম করার সুনাম আছে আমার। তাই সিটিকে একটা নতুন জায়গায় না পৌঁছে দিয়ে ক্লাব ছাড়লে আমার জন্য খারাপ হত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

champions league Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE