Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Sports News

কালরার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপ জিতল ভারত

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে নিউজিল্যান্ডে মাউন্ট মায়ুনগুয়ানির বে ওভালে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া।

বিশ্বজয়ী ভারতীয় দল। ছবি টুইটার

বিশ্বজয়ী ভারতীয় দল। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:২৬
Share: Save:

ফের চ্যাম্পিয়ন ভারত! ৮ উইকেট হাতে নিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে নিল টিম ইন্ডিয়া। এই নিয়ে চতুর্থ বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল ভারত। শনিবার ফাইনালের লড়াইয়ে নিউজিল্যান্ডে মাউন্ট মায়ুনগুয়ানির বে ওভালে মুখোমুখি হয় ভারত এবং অস্ট্রেলিয়া। এ দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক জেসন সঙ্গা। তবে, প্রথমে ব্যাটিং করেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। ৪৭.২ ওভারে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ২১৬ রানে গুড়িয়ে যায় অস্ট্রেলিয়া।

ভারতের হয়ে ২টি করে উইকেট নেন ঈশান পোড়েল, শিভা সিংহ, কমলেশ নাগারকোতি এবং অনুকুল রায়। একটি শিকার শিভম মাভির। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন জোনাথন মের্লো। জোনাথনের পাশপাশি কিছুটা রান পান পরম উপ্পলও(৩৪)।

জবাবে ব্যাট হাতে নেমে ৩৮.৫ ওভারে দু'উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ভারতের হয়ে ম্যাচ উইনিং ইনিংস খেলেন মনজোৎ কালরা। ১০১ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। অপারাজিত ৪৭ রানের ইনিংস খেলে কালরাকে যোগ্য সঙ্গত দেন হার্ভিক দেশাই।

• অনবদ্য সেঞ্চুরি। বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করলেন মনজোৎ কালরা।

• ৩৮ ওভারে ভারতের রান ২১২/২।

• ৩৭ ওভারে ভারতের রান ২১১/২।

• বিশ্বকাপ জয়ের জন্য ভারতের প্রয়োজন আর মাত্র ১৩ রান।

• ৩৬ ওভারে ভারতের রান ২০৩/২।

• ২০০ রানের গণ্ডি টপকাল ভারত।

• ৩৫ ওভারে ভারতের রান ১৯৬/২।

• ৩৪ ওভারে ভারতের রান ১৮৮/২।

• কালরার ক্যাচ মিস করলেন উপ্পল।

• ৩৩ ওভারে ভারতের রান ১৮১/২।

• জয়ের জন্য আর ৩৯ রান প্রয়োজন ভারতের।

• ৩২ ওভারে ভারতের রান ১৭৮/২

• ৩১ ওভারে ভারতের রান ১৭৬/২।

• ৩০ ওভারে ভারতের রান ১৭০/২।

• বিশ্বকাপ জয়ের জন্য আর ৪৭ রান প্রয়োজন ভারতের।

• ২৯ ওভারে ভারতের রান ১৬৫/২।

• ২৮ ওভারে ভারতের রান ১৫৬/২।

• ২৭ ওভারে ভারতের রান ১৫১/২।

• ২৬ ওভারে ভারতের রান ১৪৫/২।

• ২৫ ওভারে ভারতের রান ১৪৪/২।

• ২৪ ওভারে ভারতের রান ১৪১/২।

• ২৩ ওভারে ভারতের রান ১৩৮/২।

• ২২ ওভারে ভারতের রান ১৩৩/২।

• ভারতের দ্বিতীয় উইকেটের পতন। পরম উপ্পলের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরলেন শুভমান গিল।

• ২১ ওভারে ভারতের রান ১৩১/১।

• ২০ ওভারে ভারতের রান ১২৫/১।

• ১৯ ওভারে ভারতের রান ১২০/১।

• ১৮ ওভারে ভারতের রান ১১৬/১।

• ১৭ ওভারে ভারতের রান ১১০/১।

• মনজোৎ কালরার অর্ধশতরান।

• ১৬ ওভারে ভারতের রান ১০৩/১।

• ১০০ রানের গণ্ডি টপকাল ভারত।

• ১৫ ওভারে ভারতের রান ৯৭/১।

• ১৪ ওভারে ভারতের রান ৮৮/১।

• ১৩ ওভারে ভারতের রান ৮৬/১।

• ১২ ওভারে ভারতের রান ৭৩/১।

• প্রথম উইকেট হারাল ভারত। আউট হলেন অধিনায়ক পৃথ্বী শ(২৯)। সাদারল্যান্ডের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন তিনি।

• ১১ ওভারে ভারতের রান ৭০/০।

• বিধ্বংসী মেজাজে মনজোৎ কালরা।

• ১০ ওভারে ভারতের রান ৫৫/০।

• ৯ ওভারে ভারতের রান ৫২/০।

• ৫০ রানের গণ্ডি টপকাল ভারত।

• ৮ ওভারে ভারতের রান ৪১/০।

• শুরু থেকেই বেশ ছন্দে দেখাচ্ছে ভারতের দুই ওপেনার পৃথ্বী শ এবং মনজোৎ কালরাকে।

• ৭ ওভার শেষে ভারতের রান ৩৩/০।

• ৬ ওভার শেষে ভারতের রান ৩১/০।

• ৫ ওভার শেষে ভারতের রান ২৬/০।

• সাময়িক বৃষ্টির পর শুরু হল খেলা।

• বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেল খেলা।

• ৪ ওভার শেষে ভারতের রান ২৩/০।

• ৩ ওভার শেষে ভারতের রান ১২/০।

• ২ ওভার শেষে ভারতের রান ৪/০।

• ১ ওভার শেষে ভারতের রান ৪/০।

• ৪৭.২ ওভারে ২১৬ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ঘরে তুলতে ভারতের প্রয়োজন ২১৭ রান।

• শেষ হল অস্ট্রেলিয়ার ইনিংস।আউট হলেন রায়ান হাডলি।

• ৪৭ ওভারে অস্ট্রেলিয়া ২১৬/৯

• আরও এক অজি উইকেটের পতন। রান আউট হয়ে প্যাভিলিয়নে পিরলেন হল্ট(১৩)।

• ফের উইকেট হারাল অস্ট্রেলিয়া। কমলেশের বলে প্যাভিলিয়নে ফিরলেন জ্যাক ইভান্স(১)।

• ৪৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ২১৪/৭।

• আউট হলেন মের্লো(৭৬)।অনুকুল রায়ের বলে প্যাভিলিয়নে ফিরলেন তিনি।

• ৪৪ ওভার শেষে অস্ট্রেলিয়া ২০৬/৬।

• ৪৩ ওভার শেষে অস্ট্রেলিয়া ২০০/৬।

• ৪২ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৯৪/৬।

• আরও এক অজি উইকেটের পতন। শিভার বলে প্যাভিলিয়নে ফিরলেন উইল সাদারল্যান্ড(৫)।

• ৪১ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৯০/৫।

• ৪০ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৮৬/৫।

• অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন। আউট হলেন নাথান ম্যাকসুইনি(২৩)।

• ৩৯ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৭৯/৪।

• ৩৮ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৭৪/৪

• ৩৭ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৭০/৪।

• ৩৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৬৭/৪।

• ৩৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৬৩/৪।

• ৩৪ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৫৯/৪।

• ৩৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৬৭/৪।

• ৩৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৬৩/৪।

• ৩৪ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৫৯/৪।

• ৩৩ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৫৪/৪।

• ৩২ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৫১/৪।

• অর্ধ শতরান করলেন জোনাথন মার্লো।

• ১৫০ রানের গণ্ডি টপকাল অস্ট্রেলিয়া।

• ৩১ ওভার শেষে ১৪৮/৪।

পেসারদের পাশাপাশি ভারতীয় স্পিনারদের সামলাতেও নাজেহাল অস্ট্রেলিয়া।

• ৩০ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৪২/৪।

• ২৯ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৩৪/৪।

• ফের উইকেট হারাল অস্ট্রেলিয়া। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই পরম উপ্পলকে(৩৪) প্যাভিলিয়নে ফেরালেন অনুকুল রায়।

• ২৮ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৩২/৩।

• ২৭ ওভার শেষে অস্ট্রেলিয়া ১২৬/৩।

• ২৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ১২১/৩।

• অজি ব্যাটিং লাইনআপকে নির্ভরতা দিচ্ছে উপ্পল-মার্লো জুটি।

• ২৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ১১৭/৩।

• ২৪ ওভার শেষে অস্ট্রেলিয়া ১১১/৩।

• ২৩ ওভার শেষে অস্ট্রেলিয়া ১১০/৩।

• জুটি বেঁধে ৫০ রানের পার্টনারশিপ গড়লেন উপ্পল এবং মার্লো।

• ২২ ওভার শেষে অস্ট্রেলিয়া ১০৪/৩।

• ১০০ রানের গণ্ডি টপকাল অস্ট্রেলিয়া।

• ২১ ওভার শেষে অস্ট্রেলিয়া ৯৭/৩।

• অজি ব্যাটিং লাইনআপকে ভরসা দিচ্ছেন পরম উপ্পল।

• ভারতীয় বোলিং ব্রিগেডের সামনে লড়াই চালাচ্ছেন তরুণ অজি ব্যাটসম্যানরা।

• ২০ ওভার শেষে অস্ট্রেলিয়া ৯৪/৩।

• ১৯ ওভার শেষে অস্ট্রেলিয়া ৯০/৩।

• ১৮ ওভার শেষে অস্ট্রেলিয়া ৮৭/৩।

• ১৭ ওভার শেষে অস্ট্রেলিয়া ৮০/৩।

• ১৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ৭৮/৩।

• ১৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ৭২/৩।

• ১৪ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬৮/৩।

• ১৩ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬২/৩।

• ক্রিজে এলেন পরম উপ্পল।

• ১২ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬০/৩।

• আউট। ফের উইকেট হারাল অস্ট্রেলিয়া। কমলেশের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন জেসন সঙ্গা(১৩)।

• ১১ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৫৩/২।

• ব্যাট হাতে নামলেন জোনাথন মার্লো।

• ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৫২/২।

• আউট। এডওয়ার্ডসের উইকেট তুললেন ঈশান পোড়েল।

• ৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৪৬/১

• মেডেন ওভার নিলেন শিবম মাভি

• ৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৪৬/১

• ৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৪৩/১।

• নিঁখুত টাইমিংয়ে স্ট্রেট ড্রাইভে চার এডওয়ার্ডসের।

• ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৩২/১।

• রান আউট হতে হতে বাঁচলেন সংঘা।

• ব্যাট করতে নামলেন অজি অধিনায়ক জেসন সংঘা।

জ্যাক এডওয়ার্ডকে আউট করার পর ঈশান পোড়েলকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস।

• ফাইনালে প্রথম উইকেট পেলেন বাংলার ঈশান পোড়েল।

• আউট। ঈশান পোড়েলের বলে কভারে অভিষেক শর্মার কাছে তালুবন্দি হলেন ম্যাক্স ব্রায়ান্ট।

• ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৩২/০।

• মাভির বলে এডওয়ার্ডসের ক্যাচ ফসকালেন হার্ভিক। পরপর ৩ টে চার মারলেন এডওয়ার্ডস

• ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ২০/০

• প্রথম ওভার থেকেই আঁটোসাটো বোলিং-ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়াকে বেঁধে রেখেছে ভারত

• ৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১২/০।

• ২ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৬/০।

• ভারতের হয়ে বোলিং ওপেন করছেন শিভম মাভি।

• ব্যাট করতে নামলেন দুই অস্ট্রেলীয় ওপেনার জ্যাক এডওয়ার্ডস এবং মানুষের ব্রায়ান্ট।

• টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলীয় অধিনায়ক জেসন সংঘা।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে নামার আগে তৈরি দুই দল

আরও পড়ুন: কাপ ফাইনালে ঈশানদের কাঁটা ভারতীয় বংশোদ্ভূত পরম

ভারত অনূর্ধ্ব ১৯: পৃথ্বী শ, মনজোৎ কালরা, শুভমান গিল, হার্ভিক দেশাই, রিয়ান পরাগ, অভিষেক শর্মা, অনুকূল রায়, কমলেশ নাগরকোটি, শিভম মাভি, শিবা সিংহ, ঈশান পোড়েল

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯: জ্যাক এডওয়ার্ডস, ম্যাক্স ব্রায়ান্ট, জেসন সঙ্গা, জোনাথন মার্লো, পরম উপ্পল, নাথন ম্যাকসুইনি, উইল সাদারল্যান্ড, ব্যাক্সস্টার জে হল্ট, জ্যাক ইভান্স, রায়ান হ্যাডলি, লয়েড পোপ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE