Advertisement
E-Paper

অধরাই রইল ইতিহাস, তীরে এসে ডুবল তরী

শেষ রক্ষা হল না। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জেতা হল না ভারতের। ২০০৫এর পর আবারও একবার রানার্স হয়েই থামতে হল ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। লর্ডস থেকে আরও একটা বিশ্বকাপ দেশে নিয়ে আসা হল না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৭ ১৪:৪৭
ব্যাট করছেন হরমনপ্রীত কৌর। ছবি: রয়টার্স।

ব্যাট করছেন হরমনপ্রীত কৌর। ছবি: রয়টার্স।

ইংল্যান্ড ২২৮/৭ (৫০ ওভার)

২১৯/১০ (৪৮.৪/৫০ ওভার)

৯ রানে জয় ইংল্যান্ডের

• শেষ ভারতের সব স্বপ্ন। ০ বল বাকি থাকতেই ২১৯ রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস।

• আউট...

• ১২ বলে ১১ রান দরকার ভারতের। হাতে রয়েছে ১ উইকেট।

• ৪৮ ওভারে ভারত ২১৮/৯।

• আউট...

• প্যাভেলিয়নে ফিরলেন শিখা পাণ্ড্য।

• আউট...

• ১৮ বলে ১৪ রান দরকার ভারতের। হাতে রয়েছে ৩ উইকেট।

• ৪৬ ওভারে ভারত ২০৮/৭।

• ২৪ বলে ২১ রান দরকার ভারতের। হাতে রয়েছে ৩ উইকেট।

• এ বার ঝুলন গোস্বামী।

• আউট...

• আউট কৃষ্ণমূর্তি।

• আউট...

• আউট হয়ে প্যাভেলিয়নে ফিরলেন সুষ্মা ভার্মা।

• আউট...

• ৪৩ ওভারে ভারত ১৯১/৪।

• ৮৪ রান করে প্যাভেলিয়নে ফিরলেন পুণম রাউত।

• আউট...

• ৭৫ রানে ব্যাট করছেন পুণম রাউত।

• ৩৯ ওভারে ভারত ১৬৬/৩।

• ৩৬ ওভারে ভারত ১৫৫/৩।

• ৩৪ ওভারে ভারত ১৩৮/৩।

• প্যাভেলিয়নে ফিরলেন হরমনপ্রীত কৌর।

• আউট....

• ৩২ ওভারে ভারত ১৩৩/২।

• পুণম রাউতের হাফ সেঞ্চুরি। ৪৬ রানে ব্যাট করছেন হরমনপ্রীত।

• ৩০ ওভারে ভারত ১২০/২।

• ২৭ ওভারে ভারত ১০৬/২।

• ১০০ রানের গণ্ডি পেড়ল ভারত।

• ২৫ ওভারে ভারত ৯২/২।

• হরমনপ্রীতের ছক্কা।

• ২০ ওভারে ভারত ৬৯/২।

• ছক্কা হরমনপ্রীতের।

• ১৭ ওভারে ভারত ৫৪/২।

• ব্যাট করছেন পুণম রাউত ও হরমনপ্রীত কৌর।

• ১৪ ওভারে ভারত ৪৫/২।

• রান আউট হয়ে প্যাভেলিয়নে ফিরলেন মিতালি।

• আউট...

• মেডেন ওভার।

• ১০ ওভারে ভারত ৩১/১।

• ৯ ওভারে ভারত৩১/১।

• পুণম রাউতের ছক্কা।

• ৬ ওভারে ভারত ২০/১।

• ৪ ওভারে ভারত ১৩/১।

• ব্যাট করতে এসেছেম মিতালি রাজ।

• ২ ওভারে ভারত ৬/১।

• শ্রাবসোলের বলে বোল্ড হয়ে ফিরলেন মন্দনা। কোনএ রানই করতে পারলেন না।

• আউট...

• ১ ওভারে‌ ভারত ১/০।

•রাউত ও মন্দনা ব্যাট করছ্ন।

• ব্যাট করতে নেমে পড়ল ভারত।

• ৫০ ওভারে ইংল্যান্ড ২২৮/৭।

• ৪৭ ওভারে ইংল্যান্ড ২০১/৭।

• ২০০ রানের গণ্ডি পেড়ল ইংল্যান্ড।

• ৪৬ ওভারে ইংল্যান্ড ১৯৬/৭।

• পুণম পাণ্ড্যর বলে আউট গুন।

• আউট...

• নট-আউট।

• রিভিউ চাইল ইংল্যান্ড।

• আউট....

• ৪২ ওভারে ইংল্যান্ড ১৭৪/৬।

• ঝুলনের তৃতীয় উইকেট। প্যাভেলিয়নে ফিরলেন সিভার।

• আউট.... দিল।

• রিভিউ চাইল ইংল্যান্ড।

• আউট... এলবিডব্লু।

• সিভারের হাফ সেঞ্চুরি।

• দারুণ ছন্দে ঝুলন গোস্বামী। ৮ ওভারে ২টো মেডেন, ২০ রান ও ২ উইকেটয়

• রান আউটের সুযোগ নষ্ট ভারতের।

• ৩৪ ওভারে ইংল্যান্ড ১৫১/৫।

• হল না। ডট বল কোনও রান নিতে পারল না ইংল্যান্ড।

• হ্যাটট্রিকের মুখে ঝুলন।

• আউট...

• ঝুলনের বলে ভর্মাকে ক্যাচ দিয়ে ফিরলেন টেলর।

• আউট...

• ৪০ রানে ব্যাট করছেন সিভার ও টেলর।

• ৩০ ওভারে ইংল্যান্ড ১৩৩/৩।

• ২৯ ওভারে ইংল্যান্ড ১২৮/৩।

• ২৮ ওভারে ইংল্যান্ড ১১৮/৩।

• এই ওভার থেকে ইংল্যান্ড নিল ৯ রান।

• ২৫ ওভারে ইংল্যান্ড ১০৩/৩।

• ২৪ ওভারে ইংল্যান্ড ৯৪/৩।

• ২৩ ওভারে ইংল্যান্ড ৯১/৩।

• ১০০ রানের গণ্ডি পেড়ল ইংল্যান্ড।

• ২০ ওভারে ইংল্যান্ড ৮০/৩।

• ১৯ ওভারে ইংল্যান্ড ৭৪/৩।

• ১৭ ওভারে ইংল্যান্ড ৬৪/৩।

• পুণমের বলে প্যাভেলিয়নে ফিরলেন নাইট।

• আউট...

•১৬ ওভারে ইংল্যান্ড ৬৩/২।

• ১৫ ওভারে ইংল্যান্ড ৬১/২।

• পুণম যাদবের বলে ঝুলনকে ক্যাচ দিয়ে ফিরলেন আর এক ওপেনার বেমাউন্ট।

• আউট...

• ১৩ ওভারে ইংল্যান্ড ৫২/১।

• ১২ ওভারে ইংল্যাড ৫০/১।

• গায়কোয়াড়ের বলে প্যাভেলিয়নে ফিরলেন উইনফিল্ড।

• আউট......

• ১১ ওভারে ইংল্যান্ড ৪৬/০।

• ১০ ওভারে ইংল্যান্ড ৪৩/০।

• ঝুলন ৫ ওভারে ২টো মেডেন দিয়ে ৯ রান দিলেন।

• ৬ ওভারে ইংল্যান্ড ৩০/০।

• ষষ্ঠ ওভার থেকে এল ৯ রান।

• ৫ ওভারে ইংল্যান্ড ২১/০।

• ভারতীয় বোলিংয়ের সামনে খুব বেশি ব্যাট চালাতে এখনও পারছে না ইংল্যান্ড।

• ৪ ওভারে ইংল্যান্ড ১৭/০।

• ৩ ওভারে ইংল্যান্ড ১৫/০।

• ২ ওভারে ইংল্যান্ড ১১/০।

• পাণ্ড্যকে জোড়া বাউন্ডারি উইনফিল্ডের।

• ১ ওভারে ইংল্যান্ড ১/০।

• বল করতে এসেছেন ঝুলন গোস্বামী। ব্যাট করছেন লরেন উইনফিল্ড।

• মাঠে নেমে পড়েছে দুই দলই।

• দুই দলেই কোনও পরিবর্তন নেই।

• টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল ইংল্যান্ড।

• আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে খেলা।

ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারতের মহিলা ক্রিকেট দল। এক জয়ই বদলে দিতে পারে গোটা দেশের দৃষ্টিভঙ্গি। এই জয়ই হয়তো বদলে দিতে পারে সেই প্রশ্ন, ‘আপনার পছন্দের পুরুষ ক্রিকেটারকে।’ হয়তো শুনতে হতে পারে উল্টোটাই। বিরাট কোহালির কাছে প্রশ্ন উড়ে যেতে পারে, ‘মিতালি, ঝুলন, হরমনপ্রীতদের মধ্যে আমার প্রিয় ক্রিকেটারকে।’ সব বদলে দিতে পারে একটা জয়। চোখে আঙুল দিয়ে ইতিমধ্যেই ভারতের মেয়েরা বুঝিয়ে দিয়েছে তাঁরা কী পারেন। অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে লিগ ম্যাচের জবাব দিয়েছেন সেমিফাইনালে। এ বার সামনে ইংল্যান্ড। ২০০৫ এ ফাইনালে গিয়েও হারতে হয়েছিল। এ বার খালি হাতে ফিরতে নারাজ ঝুলনরা। বিশ্বকাপটা নিয়েই তেরঙা উড়িয়ে দেশের মাটিতে পা রাখতে চায় ভারতীয় মহিলা ক্রিকেট দল। অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা।

Cricket Cricketer Women's World Cup 2017 Final India England Mithali Raj Jhulan Goswami
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy