Advertisement
০১ মে ২০২৪

ফিট ওয়ার্নার বনাম রশিদ

বুধবার অনুশীলনের সময়ে কোমরের নীচের অংশে টান ধরেছিল ওয়ার্নারের। তার পরেই বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে তৈরি হয় অস্বস্তি।

স্বস্তি: চোট সারিয়ে ম্যাচে নামার সবুজ সঙ্কেত ওয়ার্নারকে। ফাইল চিত্র

স্বস্তি: চোট সারিয়ে ম্যাচে নামার সবুজ সঙ্কেত ওয়ার্নারকে। ফাইল চিত্র

শেষ আপডেট: ০১ জুন ২০১৯ ০৩:০৭
Share: Save:

ডেভিড ওয়ার্নারকে নিয়ে দুশ্চিন্তার কালো মেঘ উধাও। অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়ে দিলেন, আজ শনিবার ব্রিস্টলে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবেন দুর্দান্ত ছন্দে থাকা বাঁ হাতি ওপেনার।

বুধবার অনুশীলনের সময়ে কোমরের নীচের অংশে টান ধরেছিল ওয়ার্নারের। তার পরেই বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে তৈরি হয় অস্বস্তি। অস্ট্রেলিয়া শিবিরও সিদ্ধান্ত নিয়ে ফেলে, তেমন হলে প্রথম ম্যাচে ওয়ার্নারকে বিশ্রামেই রাখা হবে। কোচ জাস্টিন ল্যাঙ্গারও বলে দেন, ‘‘ফিট থাকলে ইনিংস ওপেন করবে ডেভিড। না হলে আমাদের হাতে অনেক বিকল্পই রয়েছে।’’

শুক্রবার অবশ্য সেই দুশ্চিন্তা কেটে যায়। সাংবাদিক সম্মেলনে অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলে যান, ‘‘ওয়ার্নারের খেলা নিয়ে কোনও সংশয় নেই। ও একশো শতাংশ ফিট হয়ে গিয়েছে।’’ শুধু তাই নয়। শনিবারের ম্যাচে ইনিংসের শুরুতে ওয়ার্নারই যে তাঁর সঙ্গী হতে চলেছেন, তা-ও স্পষ্ট করে দেন ফিঞ্চ। তিন নম্বরে উসমান খোয়াজা এবং শন মার্শের মধ্যে কে খেলবেন, তা উইকেট দেখে ঠিক করা হবে। কোচ ল্যাঙ্গার বলেছেন, ‘‘তিন নম্বরে কাকে খেলানো উচিত, সেটা বাছাই করা এই মুহূর্তে আমার কাছে সব চেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। তবে আমি মনে করি, এমন স্বাস্থ্যকর চ্যালেঞ্জ সকলের পক্ষে ভাল।’’ পাশাপাশি বুধবার ফিল্ডিংয়ের সময়ে কাঁধে হাল্কা চোট পেয়েছিলেন লেগস্পিনার অ্যাডাম জ়াম্পা। তবে তিনিও শনিবারের ম্যাচে খেলার জন্য তৈরি বলে জানিয়েছেন ল্যাঙ্গার।

তবে শনিবার অস্ট্রেলিয়া শিবিরকে অন্য এক চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হবে। তা হল গ্যালারি থেকে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের দিকে উড়ে আসা বিদ্রুপ। কোচ ল্যাঙ্গার বলেছেন, ‘‘এই বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলেছি। সকলেই মানসিক ভাবে তার মোকাবিলা করতে তৈরি। তবে এটাও ঠিক, ক্রমাগত বিদ্রুপ শুনে স্বাভাবিক ছন্দে ব্যাটিং করাও কঠিন।’’ আরও বলেছেন, ‘‘অনেক মানুষ তাঁদের সন্তানকে নিয়েও মাঠে খেলা দেখতে আসেন। খারাপ মন্তব্য তাদের মনে বিরূপ প্রভাব ফেলে। আমি সন্তানের পিতা। ফলে শনিবার আবার খারাপ কিছু হলে দুঃখ পাব। তবে আমার বিশ্বাস, সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে ওয়ার্নার এবং স্মিথ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE