Advertisement
০৫ মে ২০২৪

অনিশ্চিত তামিম, আজ বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য সুখবর, তামিমের কব্জির হাড়ে চিড় ধরেনি। কিন্তু এখনও ব্যথা আছে। জায়গাটা ফুলেও আছে। শনিবার ভারতীয় সময় রাত পর্যন্তও বাংলাদেশ শিবির থেকে তাঁকে নিয়ে নিশ্চিত করে বলা হয়নি যে, খেলছেনই কি না।

উদ্বেগ: তামিমের কব্জির চোট নিয়ে চিন্তায় মাশরফিরা। ফাইল চিত্র

উদ্বেগ: তামিমের কব্জির চোট নিয়ে চিন্তায় মাশরফিরা। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জুন ২০১৯ ০৪:৫৫
Share: Save:

প্রথম ম্যাচে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে বাংলাদেশ। কিন্তু ওভালে আজ, রবিবার সেই ম্যাচের আগে স্বস্তিতে থাকতে পারছেন না বাংলাদেশ। তাদের প্রধান ব্যাটিং ভরসা তামিম ইকবালকে নিয়েই যে অনিশ্চয়তা কাটেনি! গত শুক্রবার দলের সঙ্গে অনুশীলনের সময় বাঁ হাতের কব্জিতে আঘাত পান বাংলাদেশের ওপেনার। সঙ্গে সঙ্গে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। স্ক্যান রিপোর্টে হাড়ে চিড় ধরা না পড়লেও তামিমকে নিয়ে উদ্বেগ ম্যাচের আগেও কাটেনি।

বাংলাদেশের বোর্ড কর্তারা দাবি করছিলেন, সাবধানতা নেওয়ার জন্যই স্ক্যান করা হয়েছে। এমনকি, স্ক্যানের জন্য নিয়ে যাওয়ার আগে বাংলাদেশের নির্বাচক এবং প্রাক্তন অধিনায়ক হাবিবুল বাশার বলেন, ‘‘এখনই বলা যাবে না কী হতে পারে। যদি হাড়ে চিড় না ধরে তা হলে তামিমের খেলতে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু যদি চিড় ধরে, ওকে হয়তো পাওয়া যাবে না।’’

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য সুখবর, তামিমের কব্জির হাড়ে চিড় ধরেনি। কিন্তু এখনও ব্যথা আছে। জায়গাটা ফুলেও আছে। শনিবার ভারতীয় সময় রাত পর্যন্তও বাংলাদেশ শিবির থেকে তাঁকে নিয়ে নিশ্চিত করে বলা হয়নি যে, খেলছেনই কি না। শনিবার তামিম নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেন ঠিকই, কিন্তু তাঁকে একেবারেই স্বস্তিতে দেখায়নি। বিশেষ করে ড্রাইভ মারার সময় তাঁকে বেশি বিব্রত দেখাচ্ছিল। কয়েক বার ব্যাট থেকে চোট লাগা হাত সরিয়েও নিতে দেখা গিয়েছে।

খবর হচ্ছে, রবিবার সকালে আর এক দফা ফিটনেস পরীক্ষা হবে তামিমের। তার পরেই সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যদিও বাংলাদেশের দলের ভিতরকার খবর, সম্পূর্ণ ফিট না থাকলেও ঝুঁকি নিয়ে এই ম্যাচ খেলতে পারেন তামিম। প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে তিনি না খেললে দলের জন্য সেটা বড় ধাক্কা হয়ে যেতে পারে। এমনিতেই বিশ্বকাপ অভিযানের শুরুতেই কঠিন প্রতিপক্ষের মুখে পড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, দ্বিতীয়টিতে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ফ্যাফ ডুপ্লেসিদের দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও কেন উইলিয়ামসনদের নিউজিল্যান্ড দুর্দান্ত শুরু করেছে শ্রীলঙ্কাকে দশ উইকেটে হারিয়ে। আগামী ৫ জুন ওভালেই বাংলাদেশ মুখোমুখি হবে ট্রেন্ট বোল্ট ম্যাট হেনরি, লকি ফার্গুসনদের।

তামিমকে পুরো ফিট অবস্থায় না পাওয়া গেলে তাই বেশ পিছিয়ে থেকেই শুরু করতে হবে বাংলাদেশকে। দীর্ঘ কাল ধরেই বাংলাদেশের ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ ধরা হয় তামিমকে। কিন্তু বাঁ হাতি আগ্রাসী ওপেনারের ফিটনেস সমস্যা ক্রমাগত ভুগিয়ে চলেছে তাঁকে এবং দলকে। ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও তামিম খেলতে পারেননি ঊরুর চোটের জন্য। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কঠিন পরীক্ষার ম্যাচে বাংলাদেশের চিন্তার আরও কারণ রয়েছে। তামিম ছাড়াও চোট রয়েছে অধিনায়ক মাশরাফি মর্তুজা এবং প্রধান বোলার মুস্তাফিজুর রহমানের। চোটে কাবু মাহমুদুল্লাও। একাধিক জায়গায় চোট পেয়েছেন তিনি। তার মধ্যে হ্যামস্ট্রিংয়ের চোটও রয়েছে বলে উদ্বেগ বেড়েছে। এখানেই শেষ নয়। অলরাউন্ডার সইফুদ্দিনকেও ব্যথা কমানোর ওষুধ খেয়ে নামতে হতে পারে বলে খবর। যা পরিস্থিতি, বিশ্বকাপ অভিযান শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দল এখন মিনি হাসপাতালের চেহারা নিয়ে ফেলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE