Advertisement
০১ ডিসেম্বর ২০২২
ICC World Cup 2019

বিশ্বকাপের শুরুতেই রেকর্ড, তাহির গড়লেন নতুন নজির

শুরুতেই উইকেট হারালেও ইংল্যান্ড অবশ্য ৫০ ওভারের শেষে করে আট উইকেটে ৩১১ রান।

প্রথম দিনেই রেকর্ড তাহিরের। ছবি: এএফপি।

প্রথম দিনেই রেকর্ড তাহিরের। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০১৯ ১৯:৩৫
Share: Save:

২০১৯ বিশ্বকাপের প্রথম দিনেই রেকর্ড। নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় দক্ষিণ আফ্রিকা।

Advertisement

সবাইকে অবাক করে দিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ দু’ প্লেসি প্রথম ওভার করার জন্য তাহিরের হাতে বল তুলে দেন। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনও স্পিনার টুর্নামেন্টের প্রথম ম্যাচে বোলিং ওপেন করেননি। তাহির অবশ্য দু’ প্লেসির আস্থার প্রতি সুবিচারই করেন। দিনের দ্বিতীয় বলেই জনি বেয়ারস্টোকে ফিরিয়ে দেন তাহির। বেয়ারস্টো খাতাই খুলতে পারেননি। তাঁকে ফেরানোর পরে তাহির পরিচিত ভঙ্গিমায় উৎসব শুরু করে দেন।

শুরুতেই উইকেট হারালেও ইংল্যান্ড অবশ্য ৫০ ওভারের শেষে করে আট উইকেটে ৩১১ রান। ইংরেজ ব্যাটসম্যানদের মধ্যে বেন স্টোকস সর্বোচ্চ ৮৯ রান করেন। এর আগে কোনও বিশ্বকাপেই স্পিনারকে বোলিং ওপেন করতে দেখা যায়নি।

আরও খবর: দলে একাধিক চমক, কোহালিদের প্রথম একাদশ বাছলেন লক্ষ্মণ

Advertisement

আরও খবর: আজই কি বিরাট কোহালিকে টপকে যাবেন হাসিম আমলা?

১৯৭৫ সালের বিশ্বকাপে ভারতের মদনলাল প্রথম বলটি করেছিলেন। ১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ডি রবার্টসের হাতে প্রথম ওভার করার জন্য ক্লাইভ লয়েড বল তুলে দিয়েছিলেন। এর ঠিক চার বছর পরে রিচার্ঢ হ্যাডলি প্রথম বলটি করেছিলেন। ২০১৫ বিশ্বকাপে শ্রীলঙ্কার নুয়ান কুলশেখর বোলিং ওপেন করেছিলেন। এ বার ব্যতিক্রম। তাহির করলেন প্রথম ওভার। সেই সঙ্গে তৈরি করলেন ইতিহাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.