Advertisement
০৩ মে ২০২৪

খুদেদের অদ্ভুত উপদেশ নিশামের

নিজের যন্ত্রণার কথাটা আরও পরিষ্কার বুঝিয়ে নিশাম টুইট করেন, ‘‘এই হারটা ভীষণ যন্ত্রণাদায়ক। আশা করব, আগামী দশ বছরে এমন কয়েকটা দিন আসবে যখন আমি এই ফাইনালের শেষ আধঘণ্টার কথা ভাবব না। ইংল্যান্ডকে অভিনন্দন জানাচ্ছি।’’

হতাশ: ফাইনালে হার মানতে পারছেন না জিমি নিশাম। টুইটার

হতাশ: ফাইনালে হার মানতে পারছেন না জিমি নিশাম। টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৯ ০৪:৩১
Share: Save:

বিতর্কিত পরিস্থিতির মধ্যে বিশ্বকাপ হাতছাড়া করার যন্ত্রণা যে কতটা, তা বুঝিয়ে দিলেন নিউজ়িল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। ফাইনালে সুপার ওভারে ব্যাট করতে নেমে নিউজ়িল্যান্ডকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন নিশাম। কিন্তু সুপার ওভারও টাই হওয়ায় ম্যাচে বেশি বাউন্ডারি মারার সুবাদে জিতে যায় ইংল্যান্ড। যে হারের পরের দিন নিশাম টুইট করেন, ‘‘বাচ্চারা, তোমরা খেলাধুলো করতে যেও না। কেক টেক বানাও বা অন্য কিছু করো। ৬০ বছর বয়সে মোটাসোটা আর খুশি মনে মৃত্যু বরণ করো।’’

শুধু সুপার ওভারে এসে ভাল বল করাই নয়, ম্যাচে তিন উইকেটও নিয়েছিলে নিশাম। নিজের যন্ত্রণার কথাটা আরও পরিষ্কার বুঝিয়ে নিশাম টুইট করেন, ‘‘এই হারটা ভীষণ যন্ত্রণাদায়ক। আশা করব, আগামী দশ বছরে এমন কয়েকটা দিন আসবে যখন আমি এই ফাইনালের শেষ আধঘণ্টার কথা ভাবব না। ইংল্যান্ডকে অভিনন্দন জানাচ্ছি।’’

চার বছর আগের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়েছিল নিউজ়িল্যান্ড। কিন্তু এ বারের ফাইনালে ইংল্যান্ডকে রীতিমতো চাপে ফেলে দিয়েছিল কেন উইলিয়ামসনের দল। একটা সময় তো মনে হচ্ছিল, বিশ্বকাপ নিউজ়িল্যান্ডই নিয়ে যাবে। সেখান থেকে প্রথমে ম্যাচ টাই হয়। তার পরে সুপার ওভারও টাই হয়ে যায়। এত কাছে এসেও ট্রফি জিততে না পারার জন্য নিউজ়িল্যান্ড সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন নিশাম। আরও একটু টুইটে তিনি লেখেন, ‘‘আমাদের পাশে থাকার জন্য সমর্থকদের অসংখ্য ধন্যবাদ। মাঠে আপনাদের গর্জন শুনতে পেয়েছি। আপনারা যা একান্ত ভাবে চাইছিলেন, তা দিতে না পারার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket New Zealand England James Neesham
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE