Advertisement
১৮ মে ২০২৪
ICC World Cup 2019

বিশ্বকাপে চার নম্বর: সেঞ্চুরি করে শঙ্করকে কি বাউন্ডারির বাইরে ফেলে দিলেন রাহুল

রাহুলের শতরান কোহালিকে স্বস্তি দিল। অন্য দিকে, বিজয় শঙ্করকে লড়াই থেকে ছিটকে দিল।

শতরান করে রাহুল পিছনে ফেলে দিলেন বিজয় শঙ্করকেও। ছবি: রয়টার্স।

শতরান করে রাহুল পিছনে ফেলে দিলেন বিজয় শঙ্করকেও। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ মে ২০১৯ ১৬:২৯
Share: Save:

‘‘চার নম্বরে লোকেশ রাহুলের ব্যাট আজকের ম্যাচে টিমের জন্য সবচেয়ে পজিটিভ দিক।’’ বাংলাদেশের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচ জিতে উঠে ভারত অধিনায়ক বিরাট কোহলি রাহুলের ব্যাটিংয়ের প্রশংসাই করলেন।

রাহুলের শতরান কোহালিকে স্বস্তি দিল। অন্য দিকে, বিজয় শঙ্করকে লড়াই থেকে ছিটকে দিল। বিশ্বকাপে চার নম্বরে কে ব্যাট করবেন, তা নিয়ে চলছিল জল্পনা। চার নম্বরের জন্য বিজয় শঙ্করের নাম শোনা গেলেও বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচের পরে রাহুল নিজের জায়গা শক্ত করে ফেললেন।

ফলে বিশ্বকাপের আগে বিজয় শঙ্করকে বহু পিছনে ফেলে এগিয়ে গেলেন রাহুল। বিশ্বকাপের প্রথম ম্যাচে চার নম্বরে রাহুলকেই নামতে দেখা যাবে। রাহুলের প্রশংসা করে কোহালি বলেন, ‘‘রাহুল দুরন্ত ব্যাটসম্যান। ওর রানে ফেরাটাই গুরুত্বপূর্ণ।’’

আরও খবর: ব্যাট করতে করতে বাংলাদেশের ফিল্ডিংও সাজিয়ে দিলেন ধোনি!

আরও খবর: ‘ধোনি যখন মনে করবে, তখনই অবসর নেবে’

রাহুল সেঞ্চুরি হাঁকালেও ভারতীয় দলের ওপেনাররা কিন্তু ব্যর্থ হয়েছেন। টানা দুটো গা ঘামানোর ম্যাচে রান পেলেন না রোহিত শর্মা ও শিখর ধওয়ন। রাহুল ও ধোনি যদি কোহালির চিন্তা দূর করেন, তা হলে ওপেনাররা চিন্তা বাড়ালেন। গা ঘামানোর ম্যাচ ও বিশ্বকাপ অবশ্য এক নয়। রোহিত-ধওয়ন যে কোনও দিন ফর্মে ফিরতেই পারেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে কি দুই ওপেনার রানে ফিরবেন, এই প্রশ্নই এখন উঁকি দিচ্ছে ভারতের ক্রিকেটভক্তদের মনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE