স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় গিয়ে আর ফেরেনি কিশোর-কিশোরী। চার দিন নিখোঁজ থাকার পর অবশেষে কলকাতা থেকে উদ্ধার করা হল পূর্ব মেদিনীপুরের নাবালক যুগলকে। রবিবার কলকাতার এয়ারপোর্ট থানা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। হাঁপ ছেড়ে বেঁচেছেন অভিভাবকেরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চণ্ডীপুর থানা এলাকার বাসিন্দা ওই কিশোর-কিশোরী মহিষাদলের এক স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া। দু’জনের মধ্যে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২৪ ডিসেম্বর স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে গিয়েছিল নাবালক ওই যুগল। সেখানে ভিড়ের সুযোগ নিয়ে কোনও ভাবে স্কুল থেকে পালিয়ে যায় তারা। সেই থেকে আর খোঁজ মেলেনি দু’জনেরই। ঘটনায় মহিষাদল ও চণ্ডীপুর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। থানায় নিখোঁজ ডায়রি করে দুই নাবালকের পরিবার। স্কুল কর্তৃপক্ষের তরফেও আলাদা করে মহিষাদল থানায় অভিযোগ জানানো হয়।
আরও পড়ুন:
তদন্তে নেমে দুই পড়ুয়ার মোবাইলের অবস্থান এবং বিভিন্ন সূত্র মারফত পুলিশ জানতে পারে, তারা কলকাতার এয়ারপোর্ট থানা এলাকায় রয়েছে। রবিবার মহিষাদল ও এয়ারপোর্ট থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। রাতেই তাদের মহিষাদল থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নিতুনকুমার দে বলেন, ‘‘অভিযোগ পাওয়ার পর থেকেই তল্লাশি শুরু করেছিল পুলিশ। শেষমেশ কলকাতা বিমানবন্দর এলাকা থেকে দুই নাবালককে উদ্ধার করা সম্ভব হয়েছে। সোমবার তাদের আদালতে তোলা হবে। সেখানে দুই পড়ুয়ার গোপন জবানবন্দি নেওয়া হবে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।’’ তবে স্কুলের অনুষ্ঠান থেকে এ ভাবে দুই পড়ুয়ার পালিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে অন্য অভিভাবকদের। ছেলেমেয়েদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।