Advertisement
১৮ মে ২০২৪
ICC World Cup 2019

ধোনি, বাটলার, না কক বিশ্বকাপে সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে কে এগিয়ে?

আর মাত্র কিছু ঘণ্টা, তারপরই শুরু বিশ্বযুদ্ধ। তবে এ যুদ্ধ ক্রিকেটের মাঠে। কোন দল কতটা তৈরি, তা প্রমাণের পালা ক্রিকেট বিশ্বকাপে।

 নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ মে ২০১৯ ০৮:২৮
Share: Save:
০১ ১১
আর মাত্র একটা দিন, তারপরই শুরু বিশ্বযুদ্ধ। তবে এ যুদ্ধ ক্রিকেটের মাঠে। কোন দল কতটা তৈরি, তা প্রমাণের পালা ক্রিকেট বিশ্বকাপে। বিশ্বকাপে প্রতিটি দলেই ব্যাটসম্যান, বোলারদের ছাড়াও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যানদের। কোন দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান কতটা এগিয়ে চলতি বছরে?

আর মাত্র একটা দিন, তারপরই শুরু বিশ্বযুদ্ধ। তবে এ যুদ্ধ ক্রিকেটের মাঠে। কোন দল কতটা তৈরি, তা প্রমাণের পালা ক্রিকেট বিশ্বকাপে। বিশ্বকাপে প্রতিটি দলেই ব্যাটসম্যান, বোলারদের ছাড়াও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যানদের। কোন দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান কতটা এগিয়ে চলতি বছরে?

০২ ১১
অস্ট্রেলিয়ার একমাত্র উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। ২৭ বছরের তরুণের গড় ৩০, মোট রান ৪২৯। অভিজ্ঞতার দিক থেকে সবচেয়ে পিছিয়ে কিন্তু তিনিই।

অস্ট্রেলিয়ার একমাত্র উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। ২৭ বছরের তরুণের গড় ৩০, মোট রান ৪২৯। অভিজ্ঞতার দিক থেকে সবচেয়ে পিছিয়ে কিন্তু তিনিই।

০৩ ১১
পাকিস্তানের সরফরাজ আহমেদ রয়েছেন ১৫ জনের দলে। ফিনিশার হিসাবে তিনি চমৎকার, কিন্তু ৩২ বছরের ডান হাতির ক্ষিপ্রতার খানিকটা অভাব রয়েছে। ২০১৫ সালের বিশ্বকাপের পর ঝুলিতে রয়েছে মাত্র একটি শতরান।

পাকিস্তানের সরফরাজ আহমেদ রয়েছেন ১৫ জনের দলে। ফিনিশার হিসাবে তিনি চমৎকার, কিন্তু ৩২ বছরের ডান হাতির ক্ষিপ্রতার খানিকটা অভাব রয়েছে। ২০১৫ সালের বিশ্বকাপের পর ঝুলিতে রয়েছে মাত্র একটি শতরান।

০৪ ১১
আফগানিস্তানের মহম্মদ শাহজাদ বরং বেশ ভাল খেলছেন। ১৮৩৬ রান রয়েছে দখলে, গড় ৩৬, স্ট্রাইক রেট ৮৭-এর চেয়ে খানিকটা বেশি। ২০১৫ সালের বিশ্বকাপের পর ঝুলিতে রয়েছে তিনটি শতরান, ১১টি অর্ধ শতরান।

আফগানিস্তানের মহম্মদ শাহজাদ বরং বেশ ভাল খেলছেন। ১৮৩৬ রান রয়েছে দখলে, গড় ৩৬, স্ট্রাইক রেট ৮৭-এর চেয়ে খানিকটা বেশি। ২০১৫ সালের বিশ্বকাপের পর ঝুলিতে রয়েছে তিনটি শতরান, ১১টি অর্ধ শতরান।

০৫ ১১
শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরার দখলে রয়েছে ১৪১৭ রান। গড় ৩৫.৪২, স্ট্রাইক রেট ৯৫। ৪৫টি ইনিংসে মাত্র ২০টি ক্যাচ নিয়েছেন তিনি।

শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরার দখলে রয়েছে ১৪১৭ রান। গড় ৩৫.৪২, স্ট্রাইক রেট ৯৫। ৪৫টি ইনিংসে মাত্র ২০টি ক্যাচ নিয়েছেন তিনি।

০৬ ১১
নিউজিল্যান্ডের টম লাথাম এ বছরের বিশ্বকাপে নজর কাড়তে পারেন বলেই মনে করা হচ্ছে। ১৮৯৩ রান, ৮৬-এর চেয়ে বেশি স্ট্রাইক রেট রয়েছে ২৭ বছরের ব্যাটসম্যানের দখলে। স্পিন সামলাতে তিনি বেশ দক্ষ।

নিউজিল্যান্ডের টম লাথাম এ বছরের বিশ্বকাপে নজর কাড়তে পারেন বলেই মনে করা হচ্ছে। ১৮৯৩ রান, ৮৬-এর চেয়ে বেশি স্ট্রাইক রেট রয়েছে ২৭ বছরের ব্যাটসম্যানের দখলে। স্পিন সামলাতে তিনি বেশ দক্ষ।

০৭ ১১
বাংলাদেশের মুশফিকুর রহিমের দিকে নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের। ২১০০ রান, স্ট্রাইক রেট ৮৭.৪২, গড় ৪৮। ২০১৫ সালের বিশ্বকাপের পর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার কিন্তু রহিমই। আগ্রাসী ব্যাটসম্যান ফিনিশার হিসাবেও চমৎকার।

বাংলাদেশের মুশফিকুর রহিমের দিকে নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের। ২১০০ রান, স্ট্রাইক রেট ৮৭.৪২, গড় ৪৮। ২০১৫ সালের বিশ্বকাপের পর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার কিন্তু রহিমই। আগ্রাসী ব্যাটসম্যান ফিনিশার হিসাবেও চমৎকার।

০৮ ১১
ওয়েস্ট ইন্ডিজের ‘হোপ’ বলা হয় শাই হোপকে। ২৫ বছরের তরুণ ২০১৭ সালের পর থেকে ২০৬০ রান করেছেন, গড় ৫০-এর চেয়েও খানিকটা বেশি, তবে স্ট্রাইক রেটের উপর নজর রাখতে হবে তাঁকে।

ওয়েস্ট ইন্ডিজের ‘হোপ’ বলা হয় শাই হোপকে। ২৫ বছরের তরুণ ২০১৭ সালের পর থেকে ২০৬০ রান করেছেন, গড় ৫০-এর চেয়েও খানিকটা বেশি, তবে স্ট্রাইক রেটের উপর নজর রাখতে হবে তাঁকে।

০৯ ১১
মহেন্দ্র সিংহ ধোনি, ভারত বিশ্বকাপ জিতেছে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের হাত ধরেই। শেষ বিশ্বকাপের পর ২০০০-এর উপর রান করেছেন। ৬১ ইনিংসে গড় ৪৪। স্ট্রাইক রেট ৮১-এর চেয়ে খানিকটা বেশি। গত বিশ্বকাপের পর থেকে সবচেয়ে বেশি ৩৫টি স্টাম্পিংয়ের রেকর্ড রয়েছে তাঁর দখলে। ভারতের সমর্থকরা তাঁর দিকে তাকিয়ে, এমনটা বললে ভুল হবে না।

মহেন্দ্র সিংহ ধোনি, ভারত বিশ্বকাপ জিতেছে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের হাত ধরেই। শেষ বিশ্বকাপের পর ২০০০-এর উপর রান করেছেন। ৬১ ইনিংসে গড় ৪৪। স্ট্রাইক রেট ৮১-এর চেয়ে খানিকটা বেশি। গত বিশ্বকাপের পর থেকে সবচেয়ে বেশি ৩৫টি স্টাম্পিংয়ের রেকর্ড রয়েছে তাঁর দখলে। ভারতের সমর্থকরা তাঁর দিকে তাকিয়ে, এমনটা বললে ভুল হবে না।

১০ ১১
দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক, ২০১৫ সালের বিশ্বকাপের পর ২৯৭১ রান করেছেন, গড় ৫০। স্ট্রাইক রেট ১০০.৮৫। শেষ বিশ্বকাপের পর থেকে ২৬ বছরের আগ্রাসী ব্যাটসম্যানের দখলে রয়েছে আটটা শতরান, ১৬টি অর্ধশতরান। এটি উইকেটকিপার-ব্যাটসম্যানদের মধ্যে গত চার বছরের নিরিখে সর্বোচ্চ।

দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক, ২০১৫ সালের বিশ্বকাপের পর ২৯৭১ রান করেছেন, গড় ৫০। স্ট্রাইক রেট ১০০.৮৫। শেষ বিশ্বকাপের পর থেকে ২৬ বছরের আগ্রাসী ব্যাটসম্যানের দখলে রয়েছে আটটা শতরান, ১৬টি অর্ধশতরান। এটি উইকেটকিপার-ব্যাটসম্যানদের মধ্যে গত চার বছরের নিরিখে সর্বোচ্চ।

১১ ১১
জোস বাটলারের নাম এই তালিকায় সবার আগেই থাকা উচিত। ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটসম্যান দুরন্ত ফিনিশার। ২২৫১ রান, ৫০-এর চেয়ে বেশি গড় রয়েছে তাঁর। ঈর্ষণীয় স্ট্রাইক রেট ১২৫। শেষ বিশ্বকাপের পর থেকে ৮৫টি ক্যাচ, ২১টি স্টাম্প রয়েছে তাঁর দখলে।

জোস বাটলারের নাম এই তালিকায় সবার আগেই থাকা উচিত। ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটসম্যান দুরন্ত ফিনিশার। ২২৫১ রান, ৫০-এর চেয়ে বেশি গড় রয়েছে তাঁর। ঈর্ষণীয় স্ট্রাইক রেট ১২৫। শেষ বিশ্বকাপের পর থেকে ৮৫টি ক্যাচ, ২১টি স্টাম্প রয়েছে তাঁর দখলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE