ICC World Cup 2019: Meet Pakistani anchor Zainab Abbas dgtl
URL Copied
খেলা
বিশ্বকাপে নজর কাড়ছেন এই সুন্দরী পাক ধারাভাষ্যকার, চেনেন এঁকে?
নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০৩ জুন ২০১৯ ১৩:২৪
Advertisement
১ / ১৭
বিশ্বকাপের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বেশির ভাগ দেশই তাদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। এ বারের বিশ্বকাপে ক্রিকেটাররা ছাড়াও নজর থাকছে বেশ কয়েক জনের দিকেও। এরকমই একজন ধারাভাষ্যকারের সঙ্গে পরিচয় করা যাক।
২ / ১৭
ডাকসাইটে সুন্দরী এই ধারাভাষ্যকার পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক।
Advertisement
Advertisement
৩ / ১৭
এই তরুণীকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বলা হচ্ছে, বিশ্বকাপে সংবাদমাধ্যমের নজর থাকবে এই তরুণীর দিকে।
৪ / ১৭
ছোট থেকেই পরিবারের সঙ্গে ক্রিকেট দেখতে দেখতে দক্ষতা জন্মায় তাঁর। কোনওরকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ক্রীড়া সাংবাদিক হওয়ার জন্য আবেদন করেন। ক্রিকেটে দক্ষতার কারণেই মেলে সুযোগ।
Advertisement
৫ / ১৭
জয়নাব আব্বাস নামে এই তরুণীর মা পাকিস্তানে রাজনীতির সঙ্গে যুক্ত।
৬ / ১৭
পাকিস্তানি সুপার লিগের কারণে জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি।
৭ / ১৭
চ্যাম্পিয়নস ট্রফির সময় পাকিস্তানের ‘ন্যাশনাল লাকি চার্ম’ পুরস্কার পেয়েছেন তিনি।
৮ / ১৭
এই সঞ্চালিকা অফার পেয়েছেন নায়িকা হওয়ারও।
৯ / ১৭
মডেলিংও করেছেন কিছু বিজ্ঞাপনী ছবিতে। মণীশ মলহোত্রর ফ্যাশন শো’য়ে র্যাম্পে হেঁটেছেন তিনি।
১০ / ১৭
নিজেও মেক ওভার আর্টিস্ট হিসাবে কাজ করেন তিনি।
১১ / ১৭
বিরাট কোহালি ও এবি ডেভিলিয়ার্সের সঙ্গে ছবি তোলার কারণে ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন। আইপিএলের একটি ম্যাচে আরসিবিকে সমর্থনের জন্যেও পাকিস্তানে ট্রোলিংয়ের শিকার হন তিনি।
১২ / ১৭
জয়নাব পড়াশোনা করেছেন ম্যানেজমেন্ট নিয়ে ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে।
১৩ / ১৭
১২ জনের পরিবারে বেড়ে উঠেছেন, তাই আদরেই মানুষ। সে কারণেই কাজে কখনও বাধা আসেনি পরিবারের তরফে, জানান জয়নাব।
১৪ / ১৭
তবে শুধুমাত্র মহিলা হওয়ার কারণে পাকিস্তানের এক বিখ্যাত ক্রিকেটার তাঁকে সাক্ষাৎকার দিতে চাননি, এমনটাও অভিযোগ করেছিলেন তিনি। ক্রিকেটারের নাম অবশ্য গোপনই রেখেছিলেন জয়নাব।
১৫ / ১৭
সোশ্যাল মিডিয়ায় জয়নাব জানিয়েছেন, তিনি বেশ ভুলো মনের। এর ফলে নাকি একবার বিমানও মিস করেছিলেন এক বার।
১৬ / ১৭
ব্রাজিলের ফুটবল তারকা রোনাল্ডিনহোর সঙ্গে দেখা গিয়েছে তাঁকে।